Entertainment

অনুজ নয়, যুধাজিতকে বিয়ে করার সিদ্ধান্ত সবাইকে জানালো গুড্ডি, ধারাবাহিকে আসছে জমজমাট টুইষ্ট

Advertisement
Advertisements

অবশেষে যুধাজিতকেই বিয়ের সিদ্ধান্ত নিল গুড্ডি। আর তা জানিয়ে দিল সবার সামনে। এই মুহূর্তে দাঁড়িয়ে স্টার জলসার পর্দায় চলা অন্যতম চর্চিত সিরিয়াল হল ‛গুড্ডি’ (Guddi)। গল্পের শুরুটা বেশ সুন্দর ভাবেই করেছিলেন নির্মাতারা। আর তা হল পাহাড়ি এক মেয়ের পুলিশ হতে চাওয়ার স্বপ্ন। আর এই ইচ্ছে জেগেছিল দিদির বর অনুজকে দেখে। কিন্তু ভাগ্যক্রমে সেই দিদির বরই তার স্বামী হয়ে যায়।

অনুজ নয়, যুধাজিতকে বিয়ে করার সিদ্ধান্ত সবাইকে জানালো গুড্ডি, ধারাবাহিকে আসছে জমজমাট টুইষ্ট

আর তারপর থেকে গল্প মোড় নেয় ত্রিকোণ প্রেমের কাহিনীতে। কখনও গুড্ডিকে অপমান করে দূরে সরিয়ে দেওয়া আবার কখনও সেই গুড্ডিকেই কাছে পেতে অনুজের নানান পাগলামি সবই উঠে এসেছে সিরিয়ালের একেরপর এক পর্বে। তবে, বর্তমানে সেই ত্রিকোণ প্রেম গিয়ে পৌঁছেছে চতুস্কোন প্রেমে।
ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, একটা সময় যুধাজিতের সঙ্গে বিয়ে হয়েছিল গুড্ডির।

যদিও সিঁদুর দানের পর্বে দেখা গেছে এক অবাক করা কান্ড। যুধাজিত নয় বরং গুড্ডি তাদের বাড়ির নিয়মের দোহাই দিয়ে নিজের হাত থেকেই নিজে সিঁদুর পড়েছে। তারপর নানান টানাপোড়েনের মাঝে কেটে গিয়েছে ছয়টি বছর। গুড্ডি এখন এসপি আর অনুজ ডিআইজি। দুজনেই কাজের সূত্রে রূপপুর রয়েছে। আর সেখানেই নতুন করে দেখা হয়েছে তাদের। এমনকি গুড্ডির সঙ্গে দেখা হয়েছে অনুজ ও শিরিনের ছেলে অভিমুন্যর।

অনুজ নয়, যুধাজিতকে বিয়ে করার সিদ্ধান্ত সবাইকে জানালো গুড্ডি, ধারাবাহিকে আসছে জমজমাট টুইষ্ট

যেকিনা গুড্ডিকে অল্প সময়ের মধ্যেই খুব ভালোবেসে ফেলেছে। এমনকি তাকে মামনি বলেও ডাকে। যদিও গুড্ডির অভিমুন্যর কাছে যাওয়া একেবারেই ভালো চোখে দেখেনি শিরিন। সেই নিয়ে অনেক কথাও শুনিয়েছে গুড্ডিকে। যদিও তাতে গুড্ডির কিছু যায় আসে না। এমনকি গুণ্ডাদের হাত থেকে অনুজের ছেলেকেও বাঁচিয়েছে গুড্ডি। তবে, এবার গুড্ডির পালা জীবনটাকে নতুন করে সাজানোর।

অনুজ নয়, যুধাজিতকে বিয়ে করার সিদ্ধান্ত সবাইকে জানালো গুড্ডি, ধারাবাহিকে আসছে জমজমাট টুইষ্ট

তারমধ্যেই আবার রূপপুরে এসে হাজির হয়েছে যুধাজিত। সকলের সামনেই সে স্বীকার করে গুড্ডি ও তার সম্পর্কের সমীকরণটা ঠিক কেমন। তবে, সেখানেই গুড্ডি জানায় যে, সে এবার যুধাজিতকে বিয়ে করতে চলেছে। এমনকি শিরিনকেও স্পষ্ট করে বলে যে, তার সংসারে সে ঢুকবে না। গুড্ডির মুখে বিয়ের কথা শুনে থমকে যায় অনুজ। যদিও ধারাবাহিকের এই পর্ব নিয়ে অনেকেই নানান মন্তব্য করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by mithai prem (@mithailoves)

কেউ লিখেছেন শিরিনের কোনো দোষই নেই। আবার কেউ গুড্ডিকে জগন্য মেয়ে বলেছে। কেউ তো আবার সিরিয়াল টাকেই ফালতু বলেছেন। তবে, এবার দেখার পালা আগামী দিনে আবারও কি হতে চলেছে অনুজ-গুড্ডির জীবনে।