‘গন্ধে পচা সিরিয়াল’, সারাবছর ঝগড়া করে এবং ছোট হাইট নিয়ে কি করে SP হল গুড্ডি! কটাক্ষ নেটিজেনদের

এইটুকু হাইট আবার পুলিশ অফিসার! গুড্ডি ধারাবাহিক নিয়ে একেরপর এক কটাক্ষের বন্যা নেটিজেনদের। বর্তমানে বাংলা টেলিভিশনের পর্দায় চর্চিত ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‛গুড্ডি’ (Guddi)। প্রথমদিকে ধারাবাহিকের গল্প নিয়ে মানুষ বেশ খুশি ছিল। যথারীতি একটি অনুপ্রেরণা মূলক গল্প নিয়েই টিভির পর্দায় এসেছিল এই ধারাবাহিক। আর তা হল পাহাড়ের মেয়ে গুড্ডির পুলিশ অফিসার হতে চাওয়া।
গল্পের নায়ক অনুজকে দেখেই সেই ইচ্ছে জেগেছিল গুড্ডির মনে। কিন্তু তারপর পেরিয়েছে বহু দিন। গুড্ডি-অনুজের সম্পর্কের সমীকরন মোড় নিয়েছে অন্য দিকে। একটা সময় তারা স্বামী-স্ত্রী থাকলেও বর্তমানে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। কিন্তু দুজনেই একই পেশায় রয়েছে। দুজনেরই আলাদা জীবন গড়ে উঠলেও তারা কেউই সুখী নয়। এখনও তারা মনে মনে একে অপরকে ভালোবাসে।
কিন্তু সময়ের সঙ্গে সেসব এখন চাপা পড়ে গেছে। বর্তমানে দুজনেই নিজেদের পেশা নিয়ে বেশ ব্যস্ত। গুড্ডি এখন একজন এসপি। এরই মাঝে সম্প্রতি ধারাবাহিকের নতুন একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, উচ্চপদস্থ এক অফিসারের সঙ্গে কথোপকথন করছে গুড্ডি। আর সেই আলোচনার প্রসঙ্গ গুড্ডির বদলি হয়ে যাওয়া। আর তাই মোহনডাঙ্গার সব পুলিশ অফিসার মিলে গুড্ডির জন্য এক বিদায় সংবর্ধনার আয়োজন করে।
তার নতুন ঠিকানা হতে চলেছে রূপপুর। তবে, গুড্ডির এই এত কম সময়ে পুলিশ অফিসার হওয়া নেটিজেনদের একাংশ মেনে নিতে পারছেন না। আর তাইতো একেরপর এক কটাক্ষের বন্যা চলছে নেটমাধ্যম জুড়ে। কেউ লিখেছেন এটি নাকি ‛গন্ধে পচা সিরিয়াল’। আবার কেউ লিখেছেন ‛এইটুকু হাইট আবার পুলিশ অফিসার’। আবার কেউ এই সিরিয়াল বন্ধের দাবি তুলেছেন। এই সিরিয়াল দেখলেই নাকি বিরক্তি লাগে। আবার কেউ তো গুড্ডি সিরিয়ালকে ওভারএক্টিংয়ের দোকান বলেছেন। সবমিলিয়ে বেশ চর্চায় এই ধারাবাহিক।