Entertainment

অনুজ এখন অতীত! অবশেষে যুধাজিতকে ভালোবেসে কাছে এলো গুড্ডি, ধারাবাহিকে আসছে ধামাকাদার টুইষ্ট

Advertisement

অবশেষে কাছাকাছি এল যুধাজিত ও গুড্ডি। সব পিছুটান কাটিয়ে অবশেষে যুধাজিতকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে গুড্ডি। এই মুহূর্তে দাঁড়িয়ে স্টার জলসার পর্দায় চলা অন্যতম চর্চিত সিরিয়াল হল ‛গুড্ডি’ (Guddi)। গল্পের শুরুটা বেশ সুন্দর ভাবেই করেছিলেন নির্মাতারা। আর তা হল পাহাড়ি এক মেয়ের পুলিশ হতে চাওয়ার স্বপ্ন। আর এই ইচ্ছে জেগেছিল দিদির বর অনুজকে দেখে। কিন্তু ভাগ্যক্রমে সেই দিদির বরই তার স্বামী হয়ে যায়।

অনুজ এখন অতীত! অবশেষে যুধাজিতকে ভালোবেসে কাছে এলো গুড্ডি, ধারাবাহিকে আসছে ধামাকাদার টুইষ্ট

আর তারপর থেকে গল্প মোড় নেয় ত্রিকোণ প্রেমের কাহিনীতে। এমনকি একটা সময় সেই ত্রিকোণ প্রেম গিয়ে পৌঁছেছে চতুস্কোন প্রেমে। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, একটা সময় যুধাজিতের সঙ্গে বিয়ে হয়েছিল গুড্ডির। যদিও সিঁদুর দানের পর্বে দেখা গেছে এক অবাক করা কান্ড। যুধাজিত নয় বরং গুড্ডি তাদের বাড়ির নিয়মের দোহাই দিয়ে নিজের হাত থেকেই নিজে সিঁদুর পড়েছে।

তারপর নানান টানাপোড়েনের মাঝে কেটে গিয়েছে ছয়টি বছর। গুড্ডি এখন এসপি আর অনুজ ডিআইজি। দুজনেই কাজের সূত্রে রূপপুর রয়েছে। আর সেখানেই নতুন করে দেখা হয়েছে তাদের। এমনকি গুড্ডির সঙ্গে দেখা হয়েছে অনুজ ও শিরিনের ছেলে অভিমুন্যর। যেকিনা গুড্ডিকে অল্প সময়ের মধ্যেই খুব ভালোবেসে ফেলেছে। এমনকি তাকে মামনি বলেও ডাকে।

যদিও গুড্ডির অভিমুন্যর কাছে যাওয়া একেবারেই ভালো চোখে দেখেনি শিরিন। সেই নিয়ে অনেক কথাও শুনিয়েছে গুড্ডিকে। যদিও তাতে গুড্ডির কিছু যায় আসে না। এমনকি গুণ্ডাদের হাত থেকে অনুজের ছেলেকেও বাঁচিয়েছে গুড্ডি। তবে, এবার গুড্ডির পালা জীবনটাকে নতুন করে সাজানোর। বর্তমানে সে যুধাজিতের সঙ্গেই তার জীবনটা কাটাতে চায়। ওদিকে অনুজও চেষ্টা করছে শিরিন ও তার সন্তানকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে।

গুড্ডি এবার নিজেকে পুরোপুরি ভাবে সপে দিয়েছে যুধাজিতের কাছে। এখন শুধু দেখার পালা ভালোয় ভালোয় তাদের বিয়েটা মেটে নাকি! নাকি বিয়ের দিন আবারও নতুন ঘটনা ঘটে।