×
EntertainmentViral Video

মেকাপ রুমে দুর্দান্ত নাচ খড়কুটো সিরিয়ালের গুনগুনের, ভাইরাল ইনস্টাগ্রাম ভিডিও

খড়কুটো ধারাবাহিক মানেই সন্ধ্যা সাড়ে সাতটার সময় রেডি হয়ে টিভির সামনে বসে পড়া। আবার কার জন্য? গুনগুন এবং সৌজন্যের ভালোবাসা, মিষ্টি ঝগড়া এবং একটা যৌথ পরিবারের লাল ঝামেলা আনন্দ কিভাবে কাটানো যায় এসব নিয়ে সুন্দর এক মিষ্টি সিরিয়াল। এই পরিবারের যাত্রা শুরু হয় জুলাই মাস থেকে। আর মাত্র কয়েক মাসেই তৃনা এবং সৌজন্যে দর্শকের মন জয় করে নিয়েছেন।

তৃনার অভিনয় জীবন শুরু হয়েছিল bhalobasha.com সিরিয়াল থেকে। দর্শকের ভালোবাসায় এই সিরিয়ালের টিআরপি এখন পঞ্চম স্থান অধিকার করেছে। বাকি আর পাঁচটা সিরিয়ালের মতন মারপিট ষড়যন্ত্র দু’চারটে বিয়ে না এমন কিছু গল্প নেই এই সিরিয়ালে। ব্যস্ত শহরের মাঝে যৌথ পরিবার প্রায় বিলুপ্ত হতে বসেছে। এখনকার জেনারেশন বোঝেনা একসাথে থাকবার মজা কি। আর এই নতুন জেনারেশনকে যৌথ পরিবারের আনন্দ উপভোগ করার জন্যই পরিচালকের নতুন এই প্রজেক্টটি শুরু করা।

ADVERTISEMENT

তবে অনস্ক্রিনে গুনগুন এবং সৌজন্যের একটুও না বোনলেও অফ স্ক্রিনে কিন্তু তাদের জুড়ি মেলা ভার। শুটিংয়ের ফাঁকে ফাঁকেই গুনগুন নেচে উঠছে ননদের সাথে প্রায়ই। আসেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করতেই ভিডিও হয়ে যাচ্ছে ভীষণভাবে ভাইরাল।

মিষ্টি তৃণার এই দুষ্টু মিষ্টি প্রেমের গল্প দেখবার জন্য বসে থাকে বাঙালি দর্শকরা। সিরিয়ালে এখন বিয়ের রব। সৌজন্য এবং গুনগুনের বিয়ে, দুজন দুজনকে বিয়ে না করতে চাইলেও অর্থাৎ সৌজন্য গুনগুনকে অসভ্য বললেও একটু হলেও গুনগুনকে তার বেশ ভালো লেগেছে, আর গুনগুন বিয়েতে না হলেও মনে কিন্তু তার বিয়ের রং লেগেছে। আর সেই জন্যই তো গায়ে হলুদ অনুষ্ঠানে সে নিজেই পৌঁছে গেছে। সবাই তাকে সেখান থেকে সরিয়ে দিলেও শুটিংয়ের ফাঁকে নেচে নিলেন তাঁর ননদিনীর সাথে।

এ দিল হে মুশকিল সিনেমার কিউটি পাই গানে ঠুমকা দিলেন অভিনেত্রী এবং তার ননদিনী। কমলা রঙের লেহেঙ্গা পরিহিতা ,স্টোনের অর্নামেন্টস এবং খোলা চুলে অভিনেত্রীকে বড়ই মিষ্টি লাগছে দেখতে। মেকআপ রুমে বসে মিষ্টিমুখের আদব কায়দায় নাচলেন দুজনে। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও, তবে গল্পের নতুন টুইস্ট কি আছে তা জানতে দেখতে হবে “খড়কুটো”।

ADVERTISEMENT

Related Articles