রুচিরাকে বাঁচাতে নিজের বাড়ি থেকে গণেশের স্বর্ণ মূর্তি চুরি করে পর্ণার হাতে তুলে দিলেন ঠাকুমা, প্রকাশ্যে প্রমো

Neem Phooler Madhu: বাংলা বিনোদন দুনিয়ায় যে কয়েকটি ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। ধারাবাহিকের প্রত্যেকটি পর্বে থাকছে একের পর এক চমক। সাম্প্রতিক পর্বে দেখা যাচ্ছে, ফের একবার নয়া চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে দত্ত পরিবারের পুত্রবধূ পর্ণাকে। বাইক চোরেদের দলকে পাকড়াও করতে পুলিশের সঙ্গে হাত মিলিয়ে ময়দানে নেমেছেন গল্পের নায়িকা। আর সেখানেই ঘটে গিয়েছে এক বড়সড় বিপত্তি।
শেষ পর্বে দেখা গিয়েছে, পর্ণাকে শায়েস্তা করতে রুচিরাকে কিডন্যাপ করে নিয়েছেন মেঘনাদ। এরপরেই মানসিকভাবে ভেঙে পড়েন গল্পের নায়িকা। এমনকি হুমকির সুরে পর্ণাকে বলা হয়, ‘পুলিশের সাহায্য নিলেই বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে রুচিরার’। বান্ধবীর এমন পরিস্থিতির জন্য নিজেকেই দায়ী করতে থাকেন দত্ত পরিবারের পুত্রবধূ।
ইতিমধ্যেই মেঘনাদের হুমকি ফোন পাওয়ার পর বাড়ি ফিরে এসেছেন পর্ণা এবং চয়ন। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ঠাকুমাকে পর্ণা জানিয়েছেন, রুচিরাকে যদি কিডন্যাপারদের হাত থেকে রক্ষা করতে হয় তাহলে তাদের দিয়ে দিতে হবে সোনার তৈরি গনেশ মূর্তি। এমন কথা শুনে তড়িঘড়ি নাত বউয়ের হাতে সেই মূর্তি তুলে দেন হেমলোলিনি দেবী।
কিন্তু সেই মূর্তি বাড়ির বাইরে নিয়ে যেতে পারলেন না পর্ণা। তার আগেই তিনি ধরা পড়ে যান শাশুড়ি কৃষ্ণার কাছে। আর এবার নাত বউয়ের পাশে দাঁড়াতে আলমারি থেকে গণেশের মূর্তি চুরি করলেন সৃজনের ঠাকুমা এবং জেঠিমা। কী হবে এবার? সত্যি কী তবে মেঘনাদের হাতে গণেশের মূর্তি তুলে দেবেন পর্ণা? নাকি গল্পে আসবে নয়া টুইস্ট? জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকে।