‘গৌরী এলো’ সিরিয়ালের নতুন প্রোমো ঘিরে ট্রোলের বন্যা, নেটিজেনরা বলছেন ‘গল্পের গরু গাছে উঠেছে’

সিরিয়ালে গল্পের গরু গাছে ওঠে এ নতুন কিছু নয়। মাঝেমধ্যেই দর্শকদের আরও বেশি করে সিরিয়াল মুখী করে তুলতে নির্মাতারা নিত্য নতুন চমক আনেন। কিন্তু কখনও তা নেটিজেনদের প্রশংসা কুড়ালেও আবার কখনও তা পড়ে ট্রোলিংয়ের মুখে। আর এবারে ঠিক তেমনটাই হল ‛গৌরী এলো’ (Gouri Elo) ধারাবাহিকের সঙ্গে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের নতুন প্রোমো। যা দেখে রীতিমতো চটে লাল ভক্তরা।
স্বর্ণেন্দু সমাদ্দার পরিচালিত এই ধারাবাহিক বেশ নজর কেড়েছিল দর্শকদের। এমনকি চলতি সপ্তাহের টিআরপি তালিকায়ও প্রথম তিনেই রয়েছে গৌরী-ঈশানের গল্প। কিন্তু সম্প্রতি প্রোমো দেখেই চটেছেন ভক্তরা। ওই প্রোমো নাকি রীতিমতো হাস্যকর হয়ে উঠেছে। কিন্তু কি এমন আছে ওই প্রমোতে? আসলে ভাইরাল ওই প্রোমোর ভিডিওতে দেখা যাচ্ছে যে, দস্যুদের বাঁচানোর জন্য গৌরীর পায়ের তলায় আসবে ঈশান। আর তখনই কালি রূপে ধরা দেবে গৌরী (Gouri)।
আর এই আজব সিন দেখেই বেজায় চটেছেন সকলে। গ্রামের মেয়ে গৌরী ও শহরের শিক্ষিত পেশায় একজন ডাক্তার হল ঈশান (Ishaan)। গ্রামের চিকিৎসা কেন্দ্রে গিয়ে আলাপ হয় দুজনের। এরপর তাদের বিয়ে হয়। দুজনেই চলে আসে শহরে। এমনকি একে অপরকে নানা বিপদ অপদ থেকে আগলাতে থাকে। কিন্তু তারা কেউই জানে না তারা শিব শক্তির উৎস। তবে, সম্প্রতি ওই প্রমোতে শিব রূপী ঈশান ও শক্তি অর্থাৎ কালী রূপী গৌরীকে দেখে একপ্রকার খিল্লি উড়িয়েছেন নেটিজেনরা।
কেউ লিখেছেন ‛আমাকে বিষ দাও’। আবার কেউ লিখেছেন ‛আগে ছিল জীবন মানে জি বাংলাম এরপর হবে ফাজলামির আরেক নাম জি বাংলা’। কেউ তো আবার এই প্রোমো দেখে সিরিয়াল বন্ধেরও দাবি তুলেছেন। ধারাবাহিকে ঈশানের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় (Biswarup Banerjee)। অন্যদিকে গৌরীর চরিত্রে দেখা মিলছে নবাগতা মোহনা মাইতি র (Mohana Maiti)।