মাতাল হয়ে টলতে টলতে বিয়ের মণ্ডপে হাজির রূপ! দেখে বেজায় চটেছেন গিনি ও সমগ্র পরিবার, প্রকাশ্যে প্রমো
Icche Putul: মাতাল হয়ে টলতে টলতে বিয়ের মণ্ডপে হাজির রূপ! প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

Icche Putul : ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিক নিয়ে ক্রমশই আগ্রহ বাড়ছে সাধারণের। সোশ্যাল মিডিয়া থেকে বাঙালিদের ড্রয়িং রুম সর্বত্রই রাজত্ব চালাচ্ছে জি বাংলার এই মেগা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে জনপ্রিয়তা। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে, ফের একবার গাঙ্গুলী পরিবারে এসে মিথ্যে কথা বলে প্রতিটি সদস্যের মন জিতে নিয়েছেন কুটনি ময়ূরী। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল প্রাক্তন প্রেমিকাকে বিশ্বাস করে ফের স্ত্রীকে ভুল বুঝল নীল।
তবে কেবলমাত্র ভুল বোঝাই নয়। ইতিমধ্যেই সে পরিবারের প্রত্যেকটি সদস্যকে এমনকি মেঘকেও জানিয়ে দিয়েছে খুব শীঘ্রই ময়ূরীকে বিয়ে করবে সে। অন্যদিকে আবার গাঙ্গুলী পরিবারে বসেছে বিয়ের আসর। গিনির সঙ্গে বিয়ে হচ্ছে রূপের। যদিও গিনি তাঁকে ভালবাসলেও সে কেবলমাত্র বাবার টাকা পাওয়ার জন্যই ভোলাভালা গিনিকে বিয়ে করতে রাজি হয়েছে। ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে, বর বেশে গাঙ্গুলী পরিবারে হাজির হয়েছেন রূপ।
ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে জোর কদমে চলছে বিয়ের আচার অনুষ্ঠান। মদ্যপান করে টলতে টলতে গাড়ি থেকে নামেন হবু জামাই। এরপরেই দেখা যায় মিনিকে দেখে কটু কথা বলে সে। এমনকি তার হাত জোর করে টেনে নিজের পাশে বসিয়ে নেন তাকে। হবু জামাইবাবুর এমন আচরণ মোটেই ভাল লাগেনি নীলের বোনের।
অন্যদিকে আবার দীর্ঘদিন পর মেঘকে শাড়ি পরে দেখে তার প্রতি প্রেম জেগেছে নীলের। যদিও ময়ূরী চাইছে কোনোভাবেই যেন তার বোন নীলের আশেপাশে না আসতে পারে। কী হবে এবার? ফের কী তবে এক হয়ে যাবেন মেঘ-নীল? জানতে হলে অপেক্ষা করা ছাড়া আর অন্য উপায় নেই।