×
Entertainment

নাচে-গানে জমজমাট সঙ্গীতানুষ্ঠান, তুমুল ভাইরাল গৌরব-দেবলীনার অন্তরঙ্গ ছবি

শুরু হয়ে গিয়েছে বিয়ের মরসুম। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন আপনাদের প্রিয় অভিনেতা ও অভিনেত্রী। বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়িকা দেবলীনা কুমার ও অন্যদিকে বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় দুজনে সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

দেবলীনা হলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার-এর সুযোগ্য কন্যা। আর গৌরব হলেন মহানায়ক উত্তম কুমারের নাতি।
৯ ডিসেম্বর বৈদিক মতে দেবলীনা ও গৌরব সাত পাকে বাঁধা পড়েছেন। লাল বেনারসীতে রীতিমতো বাঙালি নববধূর সাজেই দেখা গেছিল দেবলিনাকে। সঙ্গে গৌরবের পরনে ছিল সাদা ডিজাইনার ধুতি-পাঞ্জাবি।

ADVERTISEMENT

তবে, বিয়ে ও বৌভাতে দেবলীনা ও গৌরবকে শাড়ি ও পাঞ্জাবিতে দেখা গেলেও সংগীতের দিন তাঁদের দুজনকেই দেখা গেল একটু অন্যরকম সাজে। দেবলীনার পরনে ছিল হালকা সবুজ রঙের ফ্লোরাল প্রিন্টেড লেহেঙ্গা। সঙ্গে মানানসই চুরি, ও গয়না। আর গৌরবের পরনে ছিল অভিষেক রায়ের ডিজাইন করা সাদা ওয়েস্টার্ন শেরওয়ানি। দুজনের এই লুক নজর কেড়েছে সবার।

তবে, একটা কথা ভাবছেন নিশ্চই যে, বিয়ে এবং বৌভাতের পর কেন সঙ্গীতের অনুষ্ঠান? তাহলে বলে রাখি এ তো যার তার বিয়ে নয়, সেলেবদের বিয়ে বলে কথা। আর তাঁদের বিয়ে নতুনত্ব চমক কিছু থাকবে না তা বললে কি হয়। আর তাই বিয়ের পরই হল সঙ্গীত। বৌভাতের পরের দিনই ক্যালকাটা বোটিং ক্লাবে হয়ে গেল তাঁদের সঙ্গীত।

নাচে গানে জমজমাট ছিল সংগীতের অনুষ্ঠান। পরিবারের শেয়ার করা কিছু ভিডিওতে দেখা যাচ্ছে যে, কখনও স্ত্রী কে জড়িয়ে দাদুর সিনেমার গান গাইছে গৌরব। আবার কখনও দেবলীনার সোলো পারফরম্যান্স এ নজর কাড়লো সবার। গৌরব ও দেবলীনার এই অনুষ্ঠানের এই ছবি পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles