শান্তি নেই জীবনে! ভালোবাসার দিনে ফের সংকটের মুখে ঋদ্ধি-খড়ি, নতুন প্রোমো দেখে উত্তেজিত দর্শকরা

ভালোবাসা দিবসে আবারও বিপদের মুখে খড়ি-ঋদ্ধি। টানটান উত্তেজনা ‛গাঁটছড়া’ (Gantchhora) ধারাবাহিকে। প্রকাশ্যে সিরিয়ালের নতুন প্রোমো। খড়ি (Khori) ওরফে ঈশা ফিরে আসার পর থেকেই রোজই কোনো না কোনো টুইস্ট দেখা যাচ্ছে ধারাবাহিকে। একটা সময় টিআরপি তালিকায় প্রথম স্থানে ছিল এই সিরিয়াল। কিন্তু সময়ের সঙ্গে সেই জায়গায় খানিকটা ভাঁটা পড়েছে বৈকি।
কিন্তু এই ধারাবাহিক নিয়ে মানুষের উত্তেজনা রয়েছে সমানভাবে। আর তা ভাইরাল হওয়া সিরিয়ালের ভিডিও ক্লিপিংয়ের কমেন্ট সেকশন চেক করলেই বোঝা যায়। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, অবশেষে প্রমান হয়েছে ঈশাই আসলে খড়ি। তবে, খড়ির এখনও মনে পড়েনি সেই খড়ি। কিন্তু সে ঋদ্ধিকে মেনে নিয়েছে।
বর্তমানে খড়ির স্মৃতি ফেরানোর জন্য ঋদ্ধি তাকে ভট্টাচার্য বাড়িতে নিয়ে এসেছে। আর সেখানেও ডি র লোক চলে এসেছে। তবে, এসবের মাঝেই সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে যে, ‘ভ্যালেন্টাইন্স ডে’-র দিন খড়িকে প্রপোজ করছে ঋদ্ধি। কিন্তু খড়ির তাতেও কিছু মনে পড়ে না। যদিও সে বলে তার মনেও ভালোবাসার সঞ্চার হয়েছে।
তবে, এসবের মাঝেই তাদের জন্য অপেক্ষা করছে বড় বিপদ। তাদের মারার জন্য বোমা ফিট করেছে ডি এর লোক। তানি তাদের বারবার ফোন করেও পাচ্ছে না। এবার দেখার পালা কিভাবে এই বিপদের হাত থেকে রক্ষা পাবে খড়ি ও ঋদ্ধি।