Entertainment

খড়ির কামাল! বনির বিয়ে আটকাতে বউ সেজে ভট্টাচার্য বাড়িতে কুনাল, নতুন প্রোমো দেখে হেসে গড়াগড়ি ভক্তরা

Advertisement

মনের কথা না বলতে পেরে বাড়ি ছাড়লো কুনাল! ‛গাঁটছড়া’-তে টানটান পর্ব। ২০২১ সালের ডিসেম্বর মাসে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে ‘গাঁটছড়া’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব চ্যাটার্জি (Gourab Chatterjee) ও অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy)। প্রথম থেকেই খড়ি ও ঋদ্ধির চরিত্রে তাদের দুজনের কেমিস্ট্রি বেশ নজর কেড়েছে দর্শকদের।

খড়ির কামাল! বনির বিয়ে আটকাতে বউ সেজে ভট্টাচার্য বাড়িতে কুনাল, নতুন প্রোমো দেখে হেসে গড়াগড়ি ভক্তরা

এছাড়াও রয়েছেন শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacharjee), অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee), অনুষ্কা গোস্বামী (Anushka Goswami) ও রিয়াজ লস্কর (Riaz Laskar)। অল্প সময়ের মধ্যেই দর্শকের বেশ কাছের হয়ে উঠেছে এই ধারাবাহিক। ধারাবাহিকে শুধু মূল জুটির নয় প্রতিটি চরিত্রকেই স্পেস দেওয়া হয় তাদের চরিত্রগুলিকে ফুটিয়ে তোলার জন্য। আর সিংহরায় পরিবারের প্রাণ হল খড়ি-ঋদ্ধি।

খড়ির কামাল! বনির বিয়ে আটকাতে বউ সেজে ভট্টাচার্য বাড়িতে কুনাল, নতুন প্রোমো দেখে হেসে গড়াগড়ি ভক্তরা

ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা খড়ির মৃত্যু, তার স্মৃতি হারানো আবারও ঈশা হয়ে তার ফিরে আসা সব কিছুই জানেন নিশ্চয়ই। বর্তমানে খড়ি-ঋদ্ধি তো একেঅপরকে ফিরে পেয়েছে। কিন্তু কুনাল-বনি কাছাকাছি থেকেও অনেক দূরে। ওদিকে কুনালের মা তার বিয়ে অন্য জায়গায় ঠিক করেছে। আর ওদিকে বনিও বীরের সঙ্গে জীবন শুরু করবে বলেই দেখানো হচ্ছে। তবে, দুজনের মনেই চাপা কষ্ট। কিন্তু কেউ কাউকে মনের কথা বলতে পারছে না। আর অবশেষে মনের কথা বলতে না পেরে কুনাল বাড়ি ছাড়ে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

ওদিকে কুনালকে বাড়ি ফেরাতে খড়ি চালে মস্ত চাল। বীরের সঙ্গে বনির বিয়ের আয়োজন করে। আর সেখানেই বিয়ে ঠেকাতে হাজির হয় কুনাল। আগামী দিনে যে ‛গাঁটছড়া’-তে জমজমাট এপিসোড আসতে চলেছে তা বলাই যায়। এখন শুধু অপেক্ষার পালা।