ফের বেঙ্গল টপার ঋদ্ধি-খড়ির গাঁটছড়া, প্রথম তিনে নেই ‘মিঠাই’, বড়সড় রদবদল টিআরপি তালিকায়

Bengali Serial TRP List: বৃহস্পতিবার মানেই টিআরপি তালিকা প্রকাশের দিন। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কার কোন পছন্দের সিরিয়াল কোন তালিকায় আছে। যদিও এবারে আরও খারাপ ফল মিঠাইয়ের। আগের সপ্তাহে চার নম্বরে থাকলে এবার চলে এসেছে পাঁচ নম্বরে। তাহলে প্রথম স্থানে কে আছে তাই ভাবছেন নিশ্চই? রাহুল-কিয়ারার পর্দা ফাঁসের চক্করে প্রথম স্থানে রয়েছে ‛গাঁটছড়া’। ওদিকে ব্যাঙবাবু কে জেল থেকে বের করার টানাপোড়েনও নজর কাড়ছে দর্শকদের। ৭.৮ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‛আলতা ফড়িং’।
ওদিকে লালনকে কে খুন করেছে ফাঁস করেছে ফুলঝুরি। এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছে ‛ধূলোকনা’। চলুন তবে দেখে নেওয়া যাক এ সপ্তাহের টিআরপি(TRP) তালিকা।
১.গাঁটছড়া-৮.৪
২.আলতা ফড়িং-৭.৮
৩.ধূলোকনা-৭.৬
৪.গৌরী এলো-৭.৩
৫.মিঠাই-৬.৬
৬.অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী-৬.৪
৭.লক্ষ্মী কাকিমা সুপারস্টার-৬.৩
৮.সাহেবের চিঠি-৬.২
৯.খেলনা বাড়ি-৫.৯
১০.মাধবীলতা-৫.৭
স্টার জলসার পর্দায় শুরু হওয়া নতুন ধারাবাহিক ‛নবাব নন্দিনী’ নেই প্রথম দশে। ওদিকে আরও দুই নতুন ধারাবাহিক ‛মাধবীলতা’ ও ‛সাহেবের চিঠি’ রয়েছে প্রথম দশে। এমনকি জি বাংলার নতুন ধারাবাহিক ‛জগদ্ধাত্রী’ ও রয়েছে প্রথম দশে।