‘চম্পা চামেলী’, মুখ্যমন্ত্রীর সামনে স্টেজে দুর্দান্ত ডান্স পারফরম্যান্স ‘গাঁটছড়া’র খড়ি-ঋদ্ধির, মুগ্ধ নেটিজেনরা

Khori-Ridhi Dance পুরোনো বাংলা গানে নেচে নস্টালজিয়া ফেরালেন গৌরব-সোলাঙ্কি। গত ১৯ জুন টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয়েছে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। দীর্ঘ প্রতীক্ষিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান দেখে নস্টালজিয়ায় ভেসেছেন দর্শকরা। কারণ পুরস্কার বিতরণীর পাশাপাশি এদিন টেলিভিশনের কলা-কুশলীরা পারফর্মও করেছেন।
সারা বছর যেসব অভিনেতা-অভিনেত্রীরা আমাদের বিনোদন দেয়, তাদের সম্মান জানাতে রাজ্য সরকার আয়োজন করে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। এখানে স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা সহ একাধিক বাংলা টিভি চ্যানেলের অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত হন। এবারও সেটাই হয়েছিল।
আপনারা জানেন যে, এই মুহূর্তে স্টার জলসার ‘গাঁটছড়া’ দর্শকদের অন্যতম প্রিয় একটি সিরিয়াল। টিআরপি তালিকায় প্রথম হওয়ার রেসেও রয়েছে এই সিরিয়াল। প্রতিদ্বন্দ্বী চ্যানেলের ‘মিঠাই’কে হারিয়ে বেশ কয়েকবার প্রথম হয়েছে এই ধারাবাহিক। এই সিরিয়ালের মুখ্য জুটি ঋদ্ধি-খড়ি দর্শকদের খুবই প্রিয়। টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে তাদের নাচের ভিডিও এবার ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। যা দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা।
View this post on Instagram
কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া ‘চম্পা চামেলী’ গানে নাচ করতে দেখা যায় ঋদ্ধি-খড়িকে। অ্যাওয়ার্ড মঞ্চে প্রয়াত গায়িকার স্মরণ করা হয়েছে এই পারফরম্যান্সের মাধ্যমে। খড়ি অর্থাৎ সোলাঙ্কির পরনে ছিল ঘিয়ে রঙের জরির কাজ করা শাড়ি। আর ঋদ্ধির পরনে ঘিয়ে রঙের ধুতি-পাঞ্জাবি। দর্শকের আসনে বসে থাকতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনিও যে তাদের নাচ পছন্দ করেছেন তা তাকে দেখেই বোঝা যাচ্ছে। প্রিয় জুটি ঋদ্ধি-খড়ির এমন অপূর্ব পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।