×
Entertainment

খোলা প্যান্টের চেন, খালি গায়ে স্পষ্ট এইট প্যাক! ‘ঋদ্ধি’ গৌরবের ছবি দেখে ফিদা ‘খড়ি’ শোলাঙ্কি

ঋদ্ধির হট লুকে ঘুম উড়লো নেটপাড়ার। টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা হলেন গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee)। পাশাপাশি বড় পর্দা বলুন বা ওয়েবসিরিজ সবেতেই তিনি চুটিয়ে কাজ করেন। বর্তমানে স্টার জলসার (Star Jalsha) পর্দায় ‛গাঁটছড়া’ (Gantchhora) ধারাবাহিকে কাজ করছেন। সিরিয়ালের পর্দায় ঋদ্ধি নামের চরিত্রে তার অভিনয় দর্শকদের বেশ মনে ধরেছে। বিশেষ করে ঋদ্ধি-খড়ি জুটি তো সুপার-ডুপার হিট।

 

View this post on Instagram

 

A post shared by Gourab Chatterjee (@baruog)

আর এই গৌরব ওরফে ঋদ্ধি এবার আরও একবার ঝড় তুললো নেটিজেনদের মনে। ছুটির দিনে গৌরবের শেয়ার করা ছবি দেখে তার মহিলা ভক্তদের মনে চড়লো উষ্ণতার পারদ। সময়টা রবিবারের বারবেলা। গৌরব নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন বেশ কয়েকটি ছবি। আর সেই ছবি ঘিরেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে।

 

View this post on Instagram

 

A post shared by Gourab Chatterjee (@baruog)

খালি গায়ে এইট প্যাক অ্যাবস দেখিয়ে একেরপর এক পোজে ধরা দিয়েছেন অভিনেতা। প্যান্টের চেনও খোলা। চোখে কালো ফ্রেমের চশমা। ছোট পর্দার ঋদ্ধির থেকে সত্যিই চোখ ফেরানো দায় হয়ে পড়েছে। ছবি শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন যে, ‛baruog Duality’। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি সকলেই কমেন্টের বন্যায় ভরিয়েছেন অভিনেতার কমেন্ট বক্স।

খোলা প্যান্টের চেন, খালি গায়ে স্পষ্ট এইট প্যাক! ‘ঋদ্ধি' গৌরবের ছবি দেখে ফিদা ‘খড়ি' শোলাঙ্কি -

‛গাঁটছড়া’ র কো স্টার রাহুল ওরফে অনিন্দ্য লিখেছেন যে, ‛আরে পাগলা আগুন জ্বালিয়ে দিয়েছিস তো’। অভিনেতা অঙ্কুশ লিখেছেন যে, ‛উফফ ভাই ৮ টা আছে, দুটো অন্তত ধার দে’। অভিনেতা বনি সেনগুপ্ত লিখেছেন ‛কি করেছেন স্যার’। একসময়ের গৌরবের অনস্ক্রিন শাশুড়ি অর্থাৎ দিতিপ্রিয়াও ইমোজি কমেন্ট করেছেন। তবে, সবচেয়ে বেশি যার কমেন্ট নিয়ে দর্শকেরা উৎসাহী সে হল খড়ি ওরফে শোলাঙ্কি। যদিও শোলাঙ্কি লিখে কোনো কমেন্ট করেননি। শুধুমাত্র একটা ফায়ার ইমোজি দিয়েছেন। আর এতেই খুশি ‛গাঁটছড়া’ ভক্তরা।