Gadar 2: ৫০০ কোটির ব্যাবসা করে ফেললো সানির ‘গদর ২’, পিছনে ফেলল পাঠান’, ‘বাহুবলী ২’

মাত্র ২৪ দিনে ৫০০ কোটির ব্যবসা করলো ‛গদর ২’! স্বপ্নপূরণ হল সানির। ধর্মেন্দ্র পুত্র প্রমান করলেন তিনি আজও লম্বা রেসের ঘোড়া। করোনার পরবর্তী সময়ে যেকোনো বড় বাজেটের ছবিই দেড়শো কোটির বেশি ব্যবসা করতে পারেননি। কিন্তু সেখানে সানির এই ছবি ইতিমধ্যেই ৫০০ কোটির ঘরে ব্যবসা করে ফেলেছে। এর আগে মুক্তির প্রথম সপ্তাহেই ১৩৫ কোটির ব্যবসা করেছিল সানি দেওলের (Sunny Deol) ‛গদর ২’ (Gadar 2)।
বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় প্রথম সারির একজন অভিনেতা হলেন সানি দেওল। একাধিক সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে, বর্তমানে তিনি তার ছবি ‛গদর ২’ নিয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছেন। ২০০১ সালের ১৫ জুন বক্স অফিসে মুক্তি পেয়েছিল সানি দেওল ও আমিশা প্যাটেলের ‛গদর: এক প্রেম কথা’ সিনেমা।
সেই সময় ১৮ কোটির সিনেমা বক্সঅফিসে ১৩৩ কোটির ব্যবসা করেছিল। আর এবার ২২ বছর পর এল সিক্যুয়েল।
সেসময় মুক্তি পাওয়া গদর সিনেমা ‛লাগন’ সিনেমার চেয়েও কয়েকগুন বেশি আয় করেছিল। তবে, এবার এই ‛গদর ২’ (Gadar 2) সিনেমা যেন এক ইতিহাস গড়লো। ২৪ দিনে এই সিনেমা আয় করলো ৫০০ কোটি টাকার বেশি। যারফলে অভিনেতার গুনগানে ছেয়ে গিয়েছে গোটা দেশ। Sacnilk.com-এর রিপোর্ট অনুয়ায়ী চতুর্থ রবিবারে ‛গদর ২’ (Gadar 2) বক্স অফিসে ৮.৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। আর তাতেই ছবির আয় গিয়ে দাঁড়িয়েছে ৫০১.৮৭ কোটি টাকা।
বলে রাখা ভালো যে, ‛গদর ২’ প্রথম হিন্দি সিনেমা যা ২৪ দিনে ৫০০ কোটির ঘরে ব্যবসা করেছে। এর আগে পাঠান আয় করেছিল ৫৪০ কোটি ছাড়া। বাহুবলীর হিন্দি ভার্সান ভারতে আয় করেছিল ৫১১ কোটি টাকা। আর সেই জায়গায় দাঁড়িয়ে ‛গদর ২’ এর যায় ৫০১ কোটি টাকা। বলা যায় যে, ভারতে সর্বোচ্চ উপার্জনকারী হিন্দি ছবির তালিকায় সানি দেওলের ছবি ৩ নম্বরে রয়েছে। অনিল শর্মার পরিচালনায় তৈরি এই ছবির বাজেট নাকি অনেক কম ছিল। আর সেকথা এক সাক্ষাৎকারে পরিচালক নিজেই জানিয়েছেন।
তিনি বলেছেন যে, মানুষজন এই ছবির বাজেট ৮০, ১০০, ১৫০ কোটি টাকা বলেন। কিন্তু তার চেয়ে অনেক কম বাজেটেই এই ছবি তৈরি হয়েছে। এছাড়া তিনি আরও বলেছেন যে, এখন হিরোর বাজেটই অনেক বেশি থাকে। যার কারণে ছবির বাজেটও বেড়ে যায়। তবে, এক্ষেত্রে নাকি সানি দেওল (Sunny Deol) তার বাজেট অনেকটাই কমিয়েছিলেন। ১৯৮৩ সালে নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেতা। বলা যায় যে, তার ৪০ বছরের কেরিয়ারে এটাই সবচেয়ে বড় হিট সিনেমা।
তবে, ৭ সেপ্টেম্বর সিনেমা হলে আসছে শাহরুখ খানের দ্বিতীয় সিনেমা ‛জওয়ান’। ইতিমধ্যেই ৪ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। আগামী দিনে জওয়ান কি তাহলে ‛গদর ২’ এর রেকর্ড ভেঙে দেবে সেটাই এখন দেখার।