মালাইকা থেকে দিশা, সুইমশ্যুটে ছবি দিয়ে উষ্ণতার পারদ চড়ালেন যে সমস্ত বলি নায়িকারা, রইল ছবি

বর্তমানে গরমটা বেশ জাঁকিয়ে পড়েছে। আর এইসময় প্রায়শই কোনো না কোনো অভিনেত্রীকে সুইমশ্যুটে জলকেলি করতে দেখা যাচ্ছে। তাদের নিত্যনতুন আধুনিক বিকিনি লুক সঙ্গে একেরপর এক দুর্দান্ত পোজ রীতিমতো নজর কাড়ে সকলের। তবে, আজ আপনাদের সঙ্গে বলিউডের অভিনেত্রীদের কিছু নজরকাড়া লুক শেয়ার করবো। বরাবরই এই কারণেই তারা বারংবার সংবাদের শিরোনামে উঠে আসেন। চলুন এবার দেখে নেওয়া যাক সেইসব নজরকাড়া লুক।
View this post on Instagram
1.এষা গুপ্তা (Esha Gupta)
বলি অভিনেত্রী এষা গুপ্তা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তার জীবনে কি চলছে না চলছে সবকিছুই তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন। সম্প্রতি তার হটনেসে ভরা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাকে লিফটের মধ্যে এক হাতে বই, চশমা ধরে রেখে অন্য হাতে মিরর সেলফিতে মজতে দেখা গেছে। পরণে রয়েছে সুইমশ্যুট। যদিও এখানে তার মুখ দেখা যাচ্ছে না। তবে বিকিনি লুকে তার টোনড ফিগার দেখে কুপোকাত হয়েছেন ভক্তরা।
View this post on Instagram
2.এলিনা ডিক্রুজ (Ileana D’cruz)
এলিনা ডিক্রুজ তার গর্ভবস্তাকালীন ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন। কিন্তু সম্প্রতি তাকে ছুটির মুডে দেখা যাচ্ছে। যেখানে তাকে সাদা রঙের সুইমিং কস্টিউমে দেখা যাচ্ছে। চোখে সানগ্লাস। একেবারে খুশির মেজাজে ফ্রেমে ধরা দিয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
3.দিশা পাটানি (Disha Patani)
বলিউডের অন্যতম জনপ্রিয় তথা হটেস্ট অভিনেত্রী হলেন দিশা পাটনি। ৩০ বছর বয়সী এই অভিনেত্রীর জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। অভিনয়ের চেয়েও তার ফ্যাশান ও স্টাইল স্টেটমেন্টের কারণে সংবাদের শিরোনামে থাকেন অভিনেত্রী। সম্প্রতি তাকে কালো ক্যালভিন ক্লিয়েন সাঁতারের পোশাকে দেখা যাচ্ছে। পোশাকের মধ্যে থেকে স্পষ্ট দিশার ক্লিভেজ।
This time last year…#holidayonmymind #holiday #throwback #Hawaii pic.twitter.com/z0HcLuwxca
— Neha Sharma (@Officialneha) December 11, 2020
4.নেহা শর্মা (Neha Sharma)
বলি অভিনেত্রী নেহা শর্মা বরাবরই জিমের পোশাকে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়ান। কালো রঙের বিকিনি লুকে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে নেহার তোলা এই ছবি রীতিমতো ঝড় তুলেছে নেটমাধ্যমে।
View this post on Instagram
5.মালাইকা আরোরা (Malaika Arora)
লেপার্ড প্রিন্টেড বিকিনিতে ভেজা চুলে কোমর জলে দাঁড়িয়ে পিছন ফিরে ছবি তুলেছেন অভিনেত্রী। হাতে রয়েছে সাঁতারের সরঞ্জাম। বিশেষ করে মালাইকার কোমরের ট্যাটু মুহূর্তেই ঘুম উড়িয়েছে নেটিজেনদের। সবমিলিয়ে মালাইকার এই হট লুক দেখে একপ্রকার মুগ্ধ হয়েছেন ভক্তরা।