Entertainment

অনন্যা পান্ডে থেকে জ্যাকলিন ফার্নান্দেজ, এই ৫ নায়িকার বিকিনি লুক দেখে ফিদা হয়ে যাবেন

বলিউড মানেই সুন্দরী সব নায়িকাদের আঁতুর ঘর। প্রতিদিনই তারা নিত্যনতুন পোশাকে ঝড় তোলেন। সম্প্রতি আজ আপনাদের সঙ্গে এমন ৫ নায়িকার কথা যারা বিকিনি লুকে ঝড় তুলেছেন নেটমাধ্যমে। চলুন জেনে নেওয়া যাক তারা কারা

১.পরিণীতি চোপড়া (Parineeti Chopra):

 

View this post on Instagram

 

A post shared by @parineetichopra

বলিপাড়ার জনপ্রিয় একজন অভিনেত্রী
হলেন পরিণীতি চোপড়া। সিস্টার চোপড়াদের মধ্যে তিনি হলেন একজন। খুব একটা তাকে বিকিনি লুকে দেখা যায়না। তবে, সম্প্রতি তার হলুদ রঙের মনোকিনি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সূর্যের দিকে মুখ করে চোখ বন্ধ করে নিজের মতো পোজে ছবিটি তুলেছেন।

২.তারা সুতারিয়া (Tara Sutaria):

 

View this post on Instagram

 

A post shared by TARA💫 (@tarasutaria)

বিভিন্ন সভা-সমাবেশ পুরস্কার বিতরণীর মঞ্চে তাকে দেখা যায়। সম্প্রতি তাকে সমুদ্রের পাশে সবুজ রঙের বিকিনিতে উষ্ণতার পারদ চড়াতে দেখা যাচ্ছে।

৩.অনন্যা পান্ডে (Ananya Panday):

 

View this post on Instagram

 

A post shared by Ananya 💛💫 (@ananyapanday)

বলি অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে হলেন অনন্যা পান্ডে। তিনিও একজন অভিনেত্রী। সম্প্রতি তাকে ফ্লোরাল প্রিন্টের বিকিনিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে দেখা গিয়েছে।

৪.তাপসী পান্নু (Taapsee Pannu):

 

View this post on Instagram

 

A post shared by Taapsee Pannu (@taapsee)

বলিপাড়ার আরও এক জনপ্রিয় অভিনেত্রী হলেন তাপসী পান্নু। তবে, সম্প্রতি তার বিকিনি লুকের ছবি ব্যাপক পরিমানে ভাইরাল হয়েছে। যেখানে তাকে সাদা ও নীল কম্বিনেশনের বিকিনিতে হট লুকে দেখা যাচ্ছে

৫.জ্যাকলিন ফার্নান্দেজ (Jacqueline Fernandez):

বলিপাড়ার প্রথম সারির একজন অভিনেত্রী হলেন জ্যাকলিন ফার্নান্দেজ। তার টোনড ফিগার নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। সম্প্রতি তাকে পুলের পাশে নীল রঙের প্রিন্টেড বিকিনিতে পোজ দিতে দেখা গিয়েছে। চোখে রয়েছে সানগ্লাস। কখনও পুলে আবার কখনও পুলের পাশে থাকা বিছানায় একেরপর এক পোজে ধরা দিয়েছেন অভিনেত্রী।