×
EntertainmentTrending

সুশান্তকে ভুলে গিয়ে নতুন প্রেমিকের সাথে ঘনিষ্ঠ দৃশ্যে অঙ্কিতা, তুমুল ভাইরাল ছবি

হিন্দি টেলিভিশন জগতের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অঙ্কিতা লোখান্ডে হল একজন। একতা কাপুর পরিচালিত জি টিভির ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিক দিয়েই তার অভিনয় জীবনের পথচলা শুরু হয়। এরপর বড় পর্দায় আরও কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে, পবিত্র রিস্তা’ ধারাবাহিকে অভিনয়ের সময়ই
সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্কিতা। এরপর একে অপরকে ভালোবেসে লিভ ইনে থাকতে শুরু করেছিলেন তাঁরা।

কিন্তু হঠাৎই তাঁদের সম্পর্কে ভাঙ্গন ধরে। বিচ্ছেদ হয় তাঁদের। এরপর সুশান্তের জীবনে আরও অনেকেই এসেছিলেন। কিন্তু কারোর সঙ্গেই তিনি থাকতে পারেননি। অন্যদিকে অঙ্কিতাও সুশান্তকে ভুলে গিয়ে ব্যাবসায়ী নিখিল জৈন এর সঙ্গে সম্পর্কে এগিয়েছিলেন। তবে, অঙ্কিতার সম্পর্কের রাস্তা সহজ ভাবে চললেও সুশান্তের ক্ষেত্রে তা ঘটেনি।

ADVERTISEMENT

তবে, সুশান্তকে নিয়ে এখন যাই বলা হোক না কেন সবই বৃথা। কেননা, পাঁচ মাস হল সে আর আমাদের মধ্যে নেই। তাঁর মৃত্যুর পর বারবার খবরের শিরোনামে উঠে এসেছিল সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা। তাঁকে বারবার দেখা গেছে সুশান্তের মৃত্যুর জাস্টিসের জন্য। আর সেই নিয়ে বারবারই খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি।

তবে, কিছুদিন যেতে না যেতেই সবকিছু ভুলে অঙ্কিতাকে দেখা গেল তার প্রেমিকের সঙ্গে ভালোবাসার ছবি পোস্ট করতে। সূত্রের খবর খুব শিগগিরই তারা বিয়েও করতে চলেছেন। হবু স্বামীর জন্য ব্রত এমনকি তাঁর উদ্যেশ্যে নাচা কোনোটাই বাদ রাখছেন না অভিনেত্রী।

এই দীপাবলিতে সব অন্ধকারকে দূরে সরিয়ে অঙ্কিতা নতুন ভাবে নতুন করে জীবনের পথে এগিয়ে যেতে। কখনও শিফনের শাড়িতে কখনও বা লাল লেহেঙ্গা পরে সুন্দর করে সেজে হবু স্বামীর সঙ্গে ফটো পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। আর এই পোস্ট দেখেই কেউ কেউ বলে উঠছেন যে, এত তাড়াতাড়ি ভুলে গেলেন সব? এত যে গলা ফাটিয়েছিলেন তা কি শুধুই নাটক ছিল। তবে, এর মধ্যে অনেকেই আবার অভিনেত্রীকে তাঁর আগাম জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

ADVERTISEMENT

Related Articles