রাধিকাকে ভুলে ফের বিয়ের পিঁড়িতে পোখরাজ, জমজমাট টুইষ্ট ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকে

রাধিকাকে ছেড়ে ফের একবার বিয়ের পিঁড়িতে পোখরাজ! পোখরাজের এই চরম সিদ্ধান্ত কি মেনে নিতে পারবে রাধিকা? প্রকাশ্যে ‛এক্কা দোক্কা’ ধারাবাহিকের নতুন প্রোমো। গত বছরের মাঝামাঝি সময় থেকে টিভির পর্দায় এসেছে নতুন ধারাবাহিক ‛এক্কা দোক্কা’। দুই ডাক্তারি পড়া শিক্ষার্থীকে নিয়ে শুরু হয়েছিল এই সিরিয়াল। আর এই ধারাবাহিকে হাত ধরে নতুন একটি জুটি উঠে এসেছে পর্দায়।
ধারাবাহিকে রাধিকার চরিত্রে অভিনয় করছেন ‛মোহর’ খ্যাত সোনামনি সাহা (Sonamoni Saha)। অন্যদিকে ‛পোখরাজ’-র চরিত্রে অভিনয় করছেন ‛শ্রীময়ী’ খ্যাত সপ্তর্ষি মৌলিক। (Saptarshi Moulik)। প্রথমদিকে দুজনের আধায়-কাঁচকলায় সম্পর্ক থাকলেও পরে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে তারা একে অপরকে বিয়ে করে। কিন্তু শেষমেশ সেই সম্পর্ক টেকেনি। এমনকি তাদের ডির্ভোসও হয়ে গিয়েছে।
তবে, তারপরেও পোখরাজ সবকিছু মিটিয়ে রাধিকার সঙ্গে থাকতে চেয়েছিল। কিন্তু রাধিকা তাতে রাজি হয়নি। এরপর পোখরাজের গায়েব হয়ে যাওয়া নিয়ে রাধিকার দিকে আঙ্গুল তুলেছিল পোখরাজের বাড়ির লোক। এমনকি রাধিকাকে থানায় অবধি টেনে নিয়ে গিয়েছিল। তবে, এসবের মাঝে সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। আর যা দেখে চক্ষু ছানাবড়া নেটিজেনদের।
View this post on Instagram
ভাইরাল ওই প্রোমোতে দেখা যাচ্ছে যে, রাধিকা নিজেই বলছে সে পোখরাজকে খুঁজে বের করবে। তারপরই বর বেশে পোখরাজকে দেখা যাচ্ছে। কিন্তু তার পাশে কনের বেশে অন্য একটি মেয়ে। পোখরাজ তাকে বলছে এ বিয়ে মিথ্যে বিয়ে। কিন্তু মেয়েটি পোখরাজের সঙ্গে বিয়েটাকেই মন থেকে মানছে। আর তারপর সিঁদুর দানের মুহূর্তে এসে হাজির হয় রাধিকা। তাহলে কি সত্যি সত্যি এবার রাধিকাকে ভুলে অন্য কারোর সঙ্গে ঘর বাঁধবে পোখরাজ? ধারাবাহিকের আগামী পর্বেই মিলবে তার উত্তর।