মিশকার ষড়যন্ত্র ফেল! দীপা অসুস্থ হতেই ডিভোর্সের কথা ভুলে সেবা করলো সূর্য, জমে উঠেছে ‘অনুরাগের ছোঁয়া’

Anurager Chhowa: দীপার (Dipa) জন্মদিনের উপহার হিসেবে তাকে ডিভোর্সের কাগজ দিল সূর্য! আর সেসব দেখে অজ্ঞান হয়ে পড়লো দীপা। ফের একবার টানটান পর্ব ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে। সকলেই জানেন নিশ্চই পয়লা বৈশাখের অনুষ্ঠান উপলক্ষে দীপা সহ সেনগুপ্ত পরিবারের সকলে মিলে হাজির হয়েছে একটি অনুষ্ঠানে। এমনকি মিশকাও (Mishka) রয়েছে সেখানে। দীপাকে টেক্কা দেওয়ার জন্য নাচের মাঝেই মিশকা গিয়েও নাচতে শুরু করে। যদিও পরে সে নিজেই কুপোকাত হয়ে যায়।
তবে, অবশেষে দীপাই (Dipa) তাকে হাত ধরে টেনে তোলে। আর সেই নিয়ে মিশকা সূর্যর কান ভাঙচি দেয়। এরপর লাবণ্য সেন মঞ্চে আসে। আগামী দিনে ‛লাবণ্যস’-এর নতুন মুখ হিসেবে দীপার নাম নেয়। আর তাতেও দীপাকে আরও একবার ভুল বোঝে সূর্য (Surya)। যদিও তারপর মঞ্চে দাঁড়িয়ে সপরিবারে মিলে ছবি তোলে। আর তারপরই ঘটে সেই কান্ড। সূর্য দীপার হাতে ডিভোর্সের ফাইল তুলে দেয়। আর বলে তার মেয়েকে মুক্তি দিতে।
এই কথা শুনে তো অবাক হয়ে যায় বাড়ির সকলে। সূর্যকে (Surya) সকলে মিলে বোঝানোর চেষ্টা করে। কিন্তু সে কারোর কথাই শোনে না। বরং তখন মিশকা এসে আরও বেশি করে সূর্যর সামনে দীপার (Dipa) নামে বিষ ঢালে। রেগে যায় সকলেই। এমনকি লাবন্য সেন মিশকার গালে চড় অবধি মারতে চায় কিন্তু সূর্য তার হাত ধরে নেয়। সূর্যর হালচাল দেখে মনে হয় সে যেন পুরোপুরি মিশকার বশে চলে গেছে। আর এসবের পর সূর্য সেখান থেকে বেরিয়ে আসে।
কিন্তু তারপরই ঘটে যায় অঘটন। দীপা (Dipa) মাথা ঘুরে পরে যায়। সকলেই দীপার চোখে মুখে জল ছেটায়। কিন্তু লাভের লাভ কিছুই হয়না। এরপর জয় যায় সূর্যকে খবর দিতে যে দীপা অজ্ঞান হয়ে গেছে। আর সেকথা শুনে সূর্য দৌড়ে যায়। যদিও লাবন্য সেন (Labanya Sen) প্রথমে সূর্যকে ছুঁতে দেয়নি দীপাকে। তারপর সকলে বোঝানোর পর সূর্য দীপাকে দেখে বলে তাকে হাসপাতালে ভর্তি করাতে হবে।
যথারীতি হাসপাতালে ভর্তি করানো হয় দীপাকে (Dipa)। সবকিছুর আয়োজন করে সূর্য। শুধু তাই নয় দীপার মাথায় হাত বুলিয়ে দেয়। আর এসব দেখে লাবন্য ও প্রবীর কিছুটা আশার আলো দেখে। এরপর দীপার জ্ঞান ফিরতেই সে সূর্যকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। আর বলে তাকে ছেড়ে না যেতে। অবশেষে কি দীপার এই কথায় আদেও মন গলবে সূর্যর? নাকি আবারও মিশকার (Mishka) উস্কানিতে ডিভোর্সের পথেই পা বাড়াবে সূর্য (Surya)!