সোনার জন্য ফের কাছাকাছি তার বাবা-মা, মেয়ের আবদারে এক বিছানায় শুল সূর্য-দীপা! দেখে খুশি দর্শকরা

ফের কাছাকাছি এলো সূর্য-দীপা। আর তাও সোনার কারণে। ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, এখনও সূর্য-দীপার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়নি। আর মিশকাও একেরপর এক ভাবে চেষ্টা করে চলেছে কিভাবে সূর্য-দীপা আরও দূরে সরে যায়। কিন্তু বিধির লিখন কে খণ্ডায়। আর তাইতো তাদের দুই মেয়ের হাত ধরেই আবারও দেখা হয়েছে তাদের। যদিও দীপা জানেনা সোনা আসলে তার মেয়ে।
দীপার ভুল ধারণা সূর্যর সঙ্গে মিশকার বিয়ে হয়েছে। আর তাদেরই সন্তান সোনা। কিন্তু মা-মেয়ের বাঁধন কি আর অত সহজে মোছা যায়। আর তাইতো কোনো না কোনোভাবে দীপার সঙ্গে সোনার মা-মেয়ের সম্পর্ক গড়ে ওঠে। সোনা দীপাকে ফুল মা বলে ডাকে। বলতে গেলে তাকে চোখে হারায়। এরই মাঝে দেখা যায় সূর্য তার মেয়ে সোনাকে নিয়ে বিদেশে চলে যাওয়ার পরিকল্পনা করে। কারোর কথাই সে শোনে না।
ওদিকে সোনা তার ফুল মাকে ছেড়ে কোথাও যেতে চায় না। আর তাইতো সে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে ফুল মায়ের বাড়ি। ওদিকে সোনাকে খুঁজতে মরিয়া সূর্য-দীপা। কোথাও তাকে খুঁজে পায় না। কিন্তু অবশেষে দীপার বাড়িতেই সোনাকে খুঁজে পাওয়া যায়। তার খুব জ্বর আসে। আর তাইতো রাতটা দীপার বাড়িতেই কাটায় সূর্য। ওদিকে রূপাও তার নিজের বাড়ি অর্থাৎ লাবণ্য সেনের কাছে থাকে।
একে অপরের থেকে দূরে গিয়েও আবার যেন কোথাও এসে তারা এক হয়ে যায়। সূর্য-দীপা মিলে সোনার জন্য খাবার বানায়। এবং সোনার আবদারে এক বিছানায় শোয় সূর্য-দীপা। সেখানেও ধরা পড়ে সূর্য-দীপার কিছু সুন্দর মুহূর্ত। এভাবেই কি আবার মিলে যাবে সূর্য-দীপা! এখন তারই অপেক্ষায় ভক্তরা।