Arijit-Pousali : ‘লোক দেখানো সারল্য নয়! সত্যিই ওর পা মাটিতে আছে’, অরিজিতের প্রশংসায় পঞ্চমুখ পৌষালী

তাকে ছুঁয়ে দেখতে চাননা এমন মানুষ বোধহয় পৃথিবীতে খুবই কম আছেন। তার সারল্যই তাকে সবার সেরা করে তুলেছে। আর তাইতো বর্তমানে তার জগৎ জোড়া খ্যাতি। কার কথা বলছি বুঝতে পেরেছেন নিশ্চই? হ্যাঁ তিনি হলেন অরিজিৎ সিং (Arijit Singh)। যার সুরের মুর্ছনায় ভেসে গিয়েছে আসমুদ্র হিমাচল। সবার মতো জিয়াগঞ্জের এই ভূমিপুত্রের অন্ধভক্ত হলেন সঙ্গীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায় (Pousali Banerjee)। তিনিও একজন জনপ্রিয় গায়িকা। বরাবরই মাটির গান গেয়ে এসেছেন।
বছর চারেক ধরে তিনি চেষ্টা করে চলেছেন অরিজিৎ সিং-এর সঙ্গে দেখা করার। আর এতদিনের অপেক্ষার পর চলতি মাসের গোড়ার দিকে সেই স্বপ্ন পূরণ হয়েছে পৌষালীর (Pousali Banerjee)। অরিজিৎ সিং-এর সঙ্গে দেখা করার আগের উচ্ছাস এমনকি দেখা হওয়ার পরের মুহূর্ত সবটাই শেয়ার করে নিয়েছেন গায়িকা। তার দেওয়া এক সাক্ষাৎকারে উঠে এল অরিজিতের প্রতি ভুরি ভুরি প্রশংসা।
পৌষালী (Pousali Banerjee) জানিয়েছেন যে, বহরমপুরে তিনি একটি শো করতে গিয়েছিলেন। শেষ মুহূর্তেও জানতেন না যে অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করতে পারবেন। অবশেষে সংবাদ এল মাত্র ৫ মিনিটের জন্য তিনি দেখা করতে পারবেন। আর তারপরই কোনো মতে অনুষ্ঠান শেষ করে অসুস্থ শরীর নিয়ে রাত সাড়ে বারোটায় অরিজিতের বাড়িতে পৌঁছান পৌষালী। অরিজিতের টিমের তরফ থেকে দেওয়া একাধিক শর্ত মেনেই এদিন অরিজিতের সঙ্গে দেখা করতে আসেন গায়িকা।
View this post on Instagram
এরপর রেকর্ডিং শেষ করে মিনিট ১০ পর হাজির হন গায়ক। শুরুতেই পৌষালীকে এসে বলেন আমি খুবই দুঃখিত যে, তোমাদের ১০ মিনিট বসিয়ে রেখেছি। আর এই কথা শুনেই একেবারে অবাক হয়ে যান পৌষালী। এরপর গায়িকাকে প্রশ্ন করেন যে, তুমি কি ধরণের গান নিয়ে কাজ করছ? তারপর পৌষালী তার কাজের বিষয়ে জানান। এরপর অরিজিৎ বলেন যে, গান ছাড়া আমি আর কিছুই পারি না। আমার ওটাই আসে। তারপরই জানান তার জিয়াগঞ্জে থাকতে কেন ভালোলাগে।
এমনকি আগামী দিনে ছেলেদের শান্তিনিকেতনে পড়ানোর ইচ্ছেও প্রকাশ করেছেন গায়ক। তাতে পৌষালীর সাহায্যও চেয়েছেন। এদিনের সাক্ষাৎকারে গায়িকা পৌষালী অরিজিৎ প্রসঙ্গে জানিয়েছেন যে, অনেকে হয়তো প্রথম প্রথম ভেবেছে এটা লোকদেখানো সরলতা, সিম্প্যাথি পাওয়ার চেষ্টা। কিন্তু বিশ্বাস করো সেটা নয়, ৪০ মিনিট একটা মানুষকে বোঝার জন্য যথেষ্ট।
View this post on Instagram
এমনকি পৌষালী (Pousali Banerjee) যখন অরিজিৎকে বলেন যে, আমি আপনার সঙ্গে দেখা করবো বলে রেওয়াজ করে এসেছি। তার উত্তরে অরিজিৎ (Arijit Singh) বলেছেন যে, তুমিও শিল্পী, আমিও শিল্পী। শিল্পীর সঙ্গে শিল্পীর রিহার্সাল কিসের। এছাড়াও ভবিষ্যতে পৌষালীর সঙ্গে একসঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন বলে জানিয়েছেন। এদিনের সাক্ষাৎকারে পৌষালী অরিজিৎ সিংয়ের স্ত্রী কোয়েলেরও প্রশংসা করেন। জানান যে, এতবড় একজন গায়কের স্ত্রী হয়েও তারমধ্যে কোনো অহংকার নেই। তিনি খুবই সাদামাটা।
এমনকি পৌষালী সবশেষে এটাই বলেন যে, অরিজিৎ গানটা জেনে বুঝে করেন করেই ভগবান ওকে দুহাত ভরে দিয়েছেন। অনেকেই বলেন আমার পা দুটো মাটিতেই আছে। কিন্তু অরিজিৎ সিংয়ের পা দুটো সত্যিই মাটিতেই আছে।