Entertainment

Srabanti Chatterjee: শ্রাবন্তীর এই ৫ টি ছবি আজও ঝড় তুলে পুরুষ হৃদয়ে, দেখে নিন ক্লিক করে

Advertisement

তাকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। টলিপাড়ার (Tollywood) বিউটি কুইন তিনি। ছোট থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। এমনিতেই তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। ব্যক্তিগত জীবন নিয়ে বারংবারই তিনি উঠে এসেছেন সংবাদের শিরোনামে। এমনকি পান থেকে চুন খসলেই নেটিজেনদের কটাক্ষ থেকে নিস্তার নেই তার। কার কথা বলছি বলুন তো দেখি? তিনি হলেন শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)।

তবে, এতো বাঁকা কথা, কটাক্ষ তাতে কুচ পরোয়া নেই অভিনেত্রীর। বরং যতদিন যাচ্ছে ততই যেন নিজেকে নিত্য নতুন লুকে মেলে ধরছেন। ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর কাটিয়ে দেওয়ার পরও তাকে দেখলে বোঝার উপায় নেই যে, তার একটি ছেলে রয়েছে। বরং এই বয়সেও শ্রাবন্তী (Srabanti Chatterjee) তার গ্ল্যামার দিয়ে ১৮-এর তরুনীদের গুনে গুনে দশ গোল দিতে পারেন। দীর্ঘ দু-দশক হয়ে গেল তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। ‛মায়ার বাঁধন’ (Mayar Badhon) সিনেমা দিয়ে পা রেখেছিলেন অভিনয় জগতে।

এতগুলো বছর পরেও তার জনপ্রিয়তা বলুন বা সৌন্দর্য্যে ভাঁটা পড়েনি এতটুকুও। বরং তার প্রেমে পাগল হাজার একটা পুরুষ। আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো শ্রাবন্তীর (Srabanti Chatterjee) পাঁচটি অসাধারণ শাড়ি লুকের ছবি। যা দেখলে আপনিও নতুন করে প্রেমে পড়তে বাধ্য হবেন। চলুন তবে, দেখে নেওয়া যাক সেই ছবি গুলি।

১.মেরুন শাড়িতে গর্জিয়াস শ্রাবন্তী:

সম্প্রতি মেরুন রঙের শিফন শাড়িতে অপূর্ব লুকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে পেয়ার আপ করেছিলেন মেরুন কালারেরই ব্লাউজ ও কানে স্টোনের কানের। একটু পিছন ঘুরে তাকিয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী। মোহময়ী তার এই লুকে কুপোকাত হয়েছেন বহু ভক্ত।

২.লাল বেনারসীতে অপূর্ব রূপ শ্রাবন্তীর:

কিছুদিন আগেই এক বান্ধবীর বিয়েতে অপূর্ব লাল বেনারসীতে ধরা দিয়েছিলেন শ্রাবন্তী। যেখানে তাকে লাল বেনারসি সঙ্গে ম্যাচিং ব্লাউজ, মাথায় খোঁপা করে দেওয়া ফুল ও গলায় ভারী জুয়েলারিতে দেখা গিয়েছিল। অসাধারণ লুকে শ্রাবন্তীর এই ছবি দেখে নতুন করে তার প্রেমে পড়েছিলেন অনেকেই।

৩.ঘিচা শাড়িতে শ্রাবন্তী

ক্রিম কালারের ঘিচা শাড়িতে অনন্য লুক শ্রাবন্তীর। সঙ্গে সাদা মানানসই ব্লাউজ। চোখে কালো ফ্রেমের চশমা। অপরূপ শ্রাবন্তীর এই রূপ দেখে মুগ্ধ সকলেই।

৪.কালো চিকনকারি শাড়ি

কালো রঙের শিফন শাড়িতে একেবারে আগুন ধরানো লুকে ধরা দিয়েছিলেন শ্রাবন্তী। সঙ্গে গলায় পড়েছিলেন ব্ল্যাক পলিশ হার।

৫.বিয়ের কনের সাজে লজ্জা রাঙা শ্রাবন্তী:

 

View this post on Instagram

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)

কিছুদিন আগেই ফটোশ্যুটের কারণে একেবারে বিয়ের লুকে ধরা দিয়েছিলেন শ্রাবন্তী। পরণে লাল বেনারসী, মাথায় মুকুট ও গালে সাদা চন্দনের আলপনায় অপূর্ব রূপ শ্রাবন্তীর।

তাহলে দেখলেন শ্রাবন্তীর ৫ টি চোখ ধাঁধানো লুক। আপনার কোনটি পছন্দ বলুন তো?