×
Entertainment

অবিকল বাবার মুখ বসানো! প্রথমবার প্রকাশ্যে এলো নিক-প্রিয়াঙ্কার একরত্তি কন্যার ছবি, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

২০২২ সালের ১৫ জানুয়ারি প্রথমবার মাতৃত্বের স্বাদ পান প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas)। ২০১৮ সালে মার্কিন পপ তারকা নিক জোনাস (Nick Jonas) -কে বিয়ে করেন। চার বছর পরে সরোগেসির মাধ্যমে মা হন ‘দেশি গার্ল’। তবে প্রিয়াঙ্কা একরত্তির ছবি সামনে আনেননি কোনোভাবেই। এবার প্রথমবারের জন্য সোশ্যাল মিডিয়াতে একরত্তি মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের মুখ প্রকাশ্যে আনলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

অবিকল বাবার মুখ বসানো! প্রথমবার প্রকাশ্যে এলো নিক-প্রিয়াঙ্কার একরত্তি কন্যার ছবি, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা -

জোনাস ব্রাদার্সের সঙ্গে ‘হলিউড ওয়াক অফ ফেম স্টার’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। এই অনুষ্ঠানেই প্রিয়াঙ্কা তার মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন। মেয়ে মালতীকে কোলে নিয়ে দর্শকাসনে প্রথম সারিতে বসেছিলেন অভিনেত্রী। প্রিয়াঙ্কার পরনে দেখা গেল কফি রঙের ফুল স্লীভ ড্রেস। আর মেরিকে প্রথমবারের জন্য দেখা গেল ক্রিম রঙের সোয়েটার, মাথায় হেয়ারব্যান্ড পরে আপন মনে খেলা করতে।

অবিকল বাবার মুখ বসানো! প্রথমবার প্রকাশ্যে এলো নিক-প্রিয়াঙ্কার একরত্তি কন্যার ছবি, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা -

মঞ্চে দাঁড়িয়ে বাবা নিক মেয়ের উদ্দেশ্যে বিশেষ কিছু বলেছেন যা ভিডিওতে স্পষ্ট ধরা পড়েছে। তিনি বলেছেন- ‘মালতী মেরি, এদিকে দ্যাখো একবার ১৫ বছর পর এই একই স্থানে ফিরে আসতে চাই। তোমার বন্ধুদের সামনে তোমাকে বিব্রত করার জন্য অপেক্ষায় রইলাম’। অন্যদিকে স্ত্রী প্রিয়াঙ্কার প্রশংসাতেও পঞ্চমুখ নিক। ছবিগুলি শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, ‘তোমায় নিয়ে খুব গর্বিত আমার ভালোবাসা! শুভেচ্ছা জোনাস ব্রাদার্সকে’।

অবিকল বাবার মুখ বসানো! প্রথমবার প্রকাশ্যে এলো নিক-প্রিয়াঙ্কার একরত্তি কন্যার ছবি, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা -

ছবিতে দেখা যাচ্ছে তিনজন জোনাস ব্রাদার্স তাঁদের ওয়াক অফ ফেম সার্টিফিকেট নিয়ে মঞ্চে দাঁড়িয়ে আছেন। আর দর্শকদের মধ্যে থেকে প্রিয়াঙ্কা এবং মালতী তাঁদের দেখছেন। নেটিজেনরা প্রথমবার মালতিকে দেখে বলেছেন ‘নিকের ফটোকপি’। কারণ সম্পূর্ণ তার বাবার মতোই দেখতে হয়েছে ছোট্ট ক্ষুদেকে। প্রিয়াঙ্কা চোপড়া পরবর্তীতে ‘জি লে জারা’ হিন্দি ছবিতে অভিনয় করছেন। আর একই ছবিতে প্রিয়াঙ্কার সাথে অভিনয় করবেন আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফ।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)