EntertainmentNews

বিশ্বাস ভেঙেছেন শাহরুখ পত্নী, গৌরি খানের বিরুদ্ধে দায়ের হল FIR

Advertisement
Advertisements

গৌরীর বিরুদ্ধে এফআইআর দায়ের মুম্বাইয়ের এক ব্যক্তির। কিন্তু কেন? কি এমন করলেন শাহরুখের গৌরী! দীর্ঘ ৪ বছর পর ‛পাঠান’ দিয়ে বড় পর্দায় কামব্যাক করেছেন শাহরুখ খান (Shahrukh Khan)। যথারীতি ছবি সুপার ডুপার হিট। কোটি কোটি টাকার ব্যবসা করেছে ‛পাঠান’। এক কথায় এযেন অভ্যুতপূর্ণ সাফল্য। কিন্তু সাফল্যের রেষ কাটতে না কাটতেই খান পরিবারে নেমে এসেছে দুর্যোগ।

বিশ্বাস ভেঙেছেন শাহরুখ পত্নী, গৌরি খানের বিরুদ্ধে দায়ের হল FIR

কিন্তু কি এমন হয়েছে? বুধবার উত্তর প্রদেশের লখনউয়ে গৌরীর (Gouri Khan) বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৪০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারী ওই ব্যক্তির নাম যশবন্ত শান। যিনি কিনা মুম্বাইয়ের বাসিন্দা। তার অভিযোগ একটি কোম্পানির তরফে ৮৬ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট বুকিং করার পরেও তিনি নাকি সেই ফ্ল্যাটটি পাননি। তাহলে গৌরীর দোষ কোথায় তাই ভাবছেন তো? আসলে গৌরী খান ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার।

বিশ্বাস ভেঙেছেন শাহরুখ পত্নী, গৌরি খানের বিরুদ্ধে দায়ের হল FIR

লখনউয়ের সুশান্ত গল্ফ সিটি এলাকায় তুলসিয়ানি গল্ফ ভিউতে অবস্থিত সেই ফ্ল্যাটটি অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তবে, গৌরী ছাড়াও আরও দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই ব্যাক্তি। তারা হলেন তুলসিয়ানি কনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সিএমডি অনিল কুমার তুলসিয়ানি ও কোম্পানির ডিরেক্টর মহেশ তুলসিয়ানি। যশবন্তের অভিযোগ ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার গৌরী খানকে দেখেই তিনি ফ্ল্যাটটি কিনেছেন।

বিশ্বাস ভেঙেছেন শাহরুখ পত্নী, গৌরি খানের বিরুদ্ধে দায়ের হল FIR

কিন্তু তার ফ্ল্যাট তিনি পাননি। বরং সেই ফ্ল্যাটটি অন্য কারোর হাতে তুলে দেওয়া হয়েছে। আর তাতেই বেজায় চটেছেন ওই ব্যক্তি। এখন শুধু সময়ের অপেক্ষা আগামী দিনে এই ঘটনা কোনদিকে মোড় নেয়।