×
Entertainment

Vijay-Rashmika: ‘জাতীয় ক্রাশ’ রশ্মিকাকে বিয়ে করবেন বিজয়? অবশেষে মুখ খুললেন অভিনেতা

Vijay-Rashmika দক্ষিনী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বলিউড ডেবিউ নিয়ে এমনি সরগরম পেজ থ্রি মিডিয়া। কারণ সাধারণ মানুষ ছাড়াও খোদ নায়িকারা বিজয়ের (Vijay Deverakonda) লুক ও ফিগারে ক্লিন বোল্ড হয়ে গেছেন। সেই সুযোগ অবশ্য সবথেকে বেশি পাচ্ছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Pandey)। ‘লাইগার’ (Lygar) সিনেমার জুটি বিজয় ও অনন্যা এখন তাদের ছবির প্রচারে ব্যস্ত। সেই সূত্র ধরেই এবার বিখ্যাত চ্যাট শো ‘কফি উইথ করণ’-র সপ্তম সিজনের চতুর্থ এপিসোডে দেখা গেল তাদের।

 

View this post on Instagram

 

A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)

ইতিমধ্যেই সেই এপিসোডের কিছু ছোট ছোট অংশ হয়ে উঠেছে ভাইরাল। সবথেকে বিতর্কিত বিষয় বিজয় ও অভিনেত্রী রশ্মিকা মন্দনার (Rashmika Mandanna) সম্পর্ক নিয়ে প্রশ্ন করে করণ। তিনি সরাসরি জানতে চেয়েছেন রশ্মিকা ও বিজয়ের সম্পর্কের বিষয়ে। নায়কও স্পষ্ট জবাব দিয়েছেন – “আমরা দুজনেই ক্যারিয়ার শুরুর সময় বিভিন্ন চড়াই উৎরাই দেখেছি। দুজনে একসাথে পর দুটি সিনেমা করেছি। অন ক্যামেরা অভিনয় করতে করতে অফ ক্যামেরাতেও দারুন বন্ধুত্ব হয়ে গেছে।”

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

অবশ্য করণ জোহার (Karan Johar) এত সহজেই ছেড়ে দেওয়ার পাত্র নন। বিজয়কে সরাসরি জিজ্ঞেস করেন তার সাথে রশ্মিকার বিয়ে হবে কিনা। কিন্তু তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান। তবে জানিয়েছেন – ‘নায়িকার সাথে অন ক্যামেরা কেমিস্ট্রি তৈরী করা সহজ। কিন্তু রিয়াল লাইফ কোনো মহিলার সাথে এত তাড়াতাড়ি সম্পর্ক হয় না। দীর্ঘদিন অভিনয় করতে করতে সেটা কেটে যায় ও তারপরে তৈরী হয় বন্ধুত্ব।’ তবে কি সত্যি বন্ধুত্ব ছাড়া রশ্মিকা ও বিজয়ের আর কোনো সম্পর্ক নেই। সেতো অবশ্য সময়ই বলে দেবে।