Entertainment

এবার ফাঁস হবে মিশকার ষড়যন্ত্র! দীপা সোনার কিডন্যাপ করায়নি বুঝতে পারলো সূর্য, টানটান উত্তেজনা ‘অনুরাগের ছোঁয়া’য়

Advertisement

ফের একবার মিশকার ষড়যন্ত্রে দীপাকে ভুল বুঝলো সূর্য। একেরপর এক ভুল বোঝাবুঝি যেন লেগেই আছে তাদের মধ্যে। এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গল টপার ধারাবাহিক ‛অনুরাগের ছোঁয়া’। চলতি সপ্তাহেও ৭.০ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে এই সিরিয়াল। সোনা-রুপার খুনসুটি বেশ চুটিয়ে উপভোগ করছেন নেটিজেনরা। কিন্তু এসবের মাঝেই আবার ঘটলো অঘটন। আর এবারেও সেই ষড়যন্ত্রের মূলে মিশকা।

এবার ফাঁস হবে মিশকার ষড়যন্ত্র! দীপা সোনার কিডন্যাপ করায়নি বুঝতে পারলো সূর্য, টানটান উত্তেজনা ‘অনুরাগের ছোঁয়া'য়

ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, বর্তমানে দীপা-সূর্য সহ সকলেই দার্জিলিং এসেছে। আর সেখানেই ম্যালের মাঝে নাচে-গানে মেতে উঠেছে সেনগুপ্ত পরিবার। এমনকি দীপার সঙ্গে ধাক্কা লাগা থেকে শুরু করে সোনার নিখোঁজ হওয়ায় দীপাকে সূর্যর দোষারোপ সব কিছুই উঠে এসেছে পর্দায়। এমনকি বাবার হাত ধরে দুই মেয়ে অর্থাৎ সোনা-রুপার দার্জিলিং ঘোরার দৃশ্যও বেশ উপভোগ করছেন দর্শকেরা।

এবার ফাঁস হবে মিশকার ষড়যন্ত্র! দীপা সোনার কিডন্যাপ করায়নি বুঝতে পারলো সূর্য, টানটান উত্তেজনা ‘অনুরাগের ছোঁয়া'য়

তারই মাঝে মিশকা ও দীপার মুখোমুখি হয়ে একপ্রকার লড়াইয়ের দৃশ্যও চোখ এড়ায়নি কারোর। আর তখন থেকেই মিশকা প্ল্যান করে যাচ্ছে আবারও দীপাকে কিভাবে সূর্যের কাছে দোষী সাজানো যায়। আর সেই মতোনই দীপার নাম করে সোনাকে কিডন্যাপ করালো মিশকা। এমনকি সোনাকে বর্ডার পেরিয়ে অনাথ আশ্রমে নিয়ে যাওয়ারও প্ল্যান সে করেছে।

এবার ফাঁস হবে মিশকার ষড়যন্ত্র! দীপা সোনার কিডন্যাপ করায়নি বুঝতে পারলো সূর্য, টানটান উত্তেজনা ‘অনুরাগের ছোঁয়া'য়

আর তাইতো হোটেল থেকে তারই লোক সোনাকে ফুল মায়ের কাছে নিয়ে যাবে সেই লোভ দেখিয়ে অপহরণ করে। এমনকি দীপার মতো দেখতে একটি মেয়েকেও সাজিয়ে নিয়ে আসে। সোনাকে না পেয়ে তো সূর্যর একেবারে দিশেহারা অবস্থা। আর তখনই একবার মিশকা দীপার নামে সূর্যর ব্রেন ওয়াশ করে। আর সেই মতোন সূর্যও দীপাকে দোষ দেয়। রীতিমতো তাকে পুলিশের হাতে অবধি তুলে দেয়।

এবার ফাঁস হবে মিশকার ষড়যন্ত্র! দীপা সোনার কিডন্যাপ করায়নি বুঝতে পারলো সূর্য, টানটান উত্তেজনা ‘অনুরাগের ছোঁয়া'য়

কিন্তু লাবণ্য সেন গিয়ে তাকে ছাড়িয়ে নেয়। ওদিকে রূপা সোনাকে কিডন্যাপ করে যে গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়ির নাম্বার বলে দেয় পুলিশকে। সোনাও ওদিকে গাড়িতে যেতে যেতে ফুল মা বলে কান্নাকাটি জুড়ে দেয়। দীপা যে সোনার অপহরণ করায়নি রুপার মুখে আসল কথা সোনার পর সূর্য বুঝতে পারে। এবার শুধু দেখার পালা অবশেষে কি মিশকার ওই গুণ্ডাদের হাত থেকে সোনাকে উদ্ধার করতে পারে নাকি সূর্য-দীপা।