কবীর এন্ট্রি নিতেই পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, দীপাকে কাছে টেনে ‘লাভ ইউ’ বললো সূর্য, ভাইরাল ভিডিও

ফের মুখোমুখি কবীর-সূর্য! আর তাকে দেখে আবারও মাথা গরম করে বসলো সূর্য। এমনকি রাস্তার মাঝেই হল হাতাহাতি। এই মুহূর্তে দাঁড়িয়ে স্টার জলসার পর্দায় চলা জনপ্রিয় ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’। বেশ কয়েকসপ্তাহ ধরে টিআরপি তালিকায় প্রথম ফল করে আসছে এই সিরিয়াল। ধারাবাহিকের গল্প এতটাই টানটান যে কোনোভাবেই চোখ সরাতে পারছেন না নেটিজেনরা।
সূর্য-দীপাকে পেরিয়ে এই গল্প এখন তাদেরই যমজ দুটি মেয়ে সোনা ও রুপাকে নিয়ে এগিয়ে চলেছে। যদিও তারা কেউ জানেনা যে, তারা একে অপরের বোন। এমনকি সূর্য-দীপার কাছেও বিষয়টি অজানা। আর এই সত্যি একমাত্র জানে সূর্যর মা অর্থাৎ লাবণ্য সেন। কবীরকে নিয়ে দীপাকে ভুল বোঝার ঘটনা আশাকরি কারোর কাছে অজানা নয়। আর সেই ভুল বোঝাবুঝি থেকেই তারা এতবছর ধরে আলাদা রয়েছেন।
আর তাতে মদত দিয়েছে মিশকা। বলা যায় যে, এতবছর ধরে মিশকাই সূর্যকে ভুল বুঝিয়ে রেখেছে। তবে, এরই মাঝেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি ভিডিও ক্লিপ। যেখানে দেখা যাচ্ছে যে, রাস্তা দিয়ে যাওয়ার সময় কবীরকে দেখতে পায় সূর্য। আর তাকে দেখামাত্রই গাড়ি ঘুরিয়ে তার মুখোমুখি হয়েছে সূর্য। আবারও আগের প্রসঙ্গ টেনে অপমান করে কবীরকে। এমনকি আজও সে বিশ্বাস করতে চায়না যে, দীপার সঙ্গে কবীরের কোনো সম্পর্ক নেই।
এমনকি কবীরের স্ত্রীকে দেখেও সে বিশ্বাস করেনা। বরং উল্টে বলে আগে দীপাকে ঠকিয়েছে এখন তাকেও ঠকাচ্ছে কবীর। এমনকি কবীরকে ধাক্কা মেরে দেয় সূর্য। তাতে মাথায় চোট পায় কবীর।
ওদিকে ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে যে, দীপার বাড়ি আসে কবীর। সোনাকে দেখে প্রশ্ন তোলে আদতে সে কার মেয়ে। এরপরের অংশেই সূর্যকে খানিকটা টালমা টাল অবস্থায় দীপাকে আই লাভ ইউ বলতে দেখা যাচ্ছে। আর এসব মিলিয়েই আগামীদিনে কি হতে চলেছে ধারাবাহিকে সেটাই এখন দেখার।