দেখা হয়েও মিল হল না! সিদ্ধার্থের কাছ থেকে মিঠাইকে তুলে নিয়ে গেল গুন্ডারা, তুমুল উত্তেজনা দর্শকমহলে

মুখোমুখি হল সিড-মিঠাই (Sid-Mithai)! কিন্ত গুন্ডাদের হাত থেকে রক্ষা পেলনা মিঠাই। আর তাইতো কাছে পেয়েও আবারও তাকে হারিয়ে ফেললো সিড। এটা তুমি কি করলে? মহাদেবের কাছে প্রশ্ন সিডের। এবার শুরু ভক্ত ও ভগবানের লড়াই! বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‛মিঠাই’ (Mithai)। দীর্ঘ দু বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় রাজ করছে এই সিরিয়াল।
প্রথমদিকে বেঙ্গল টপার থাকলেও বর্তমানে সেই স্রোতে ভাঁটা পড়েছে। এখন আর প্রথম দশে নেই এই ধারাবাহিক। কিন্তু তাতে কি এই সিরিয়াল নিয়ে মানুষের উন্মাদনা কিছু কম নয়। বর্তমানে প্রাইম টাইমের বদলে সন্ধ্যে ৬টার স্লটে দেখা মেলে সিরিয়ালের। মিঠি-শাক্যর গল্পের ট্র্যাক তো সকলের কাছে জানা। তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে। তবে, যতই মিঠাইয়ের মতো দেখতে মিঠি আসুক না কেন নেটিজেনরা তাদের পুরোনো মিঠাই রানীকে বড্ড মিস করে।
আর তাইতো গল্পের নির্মাতারা ট্র্যাক বদলে আবারও মিঠাইকে ফিরিয়ে নিয়ে এসেছে এই গল্পে। বর্তমানে গল্পে দেখানো হচ্ছে যে, মিষ্টি নামের একটি মেয়ের হাত ধরে মিঠাই-সিড কিছুটা হলেও কাছাকাছি এসেছে। কিন্তু কোনোভাবে তাদের দেখা হয়নি। তবে, সিড নানান রকমভাবে মিঠাইয়ের অনুভূতি পায়। কিন্তু মিঠাইকে খুঁজে পায়না। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে, শিবরাত্রির দিন দেখা হল মিঠাই-সিডের। তাও ক্ষনিকের জন্য। শিবলিঙ্গের সামনে অজ্ঞান হয়ে পরে যায় মিঠাই। না জেনে জল নিয়ে তারই কাছে আসে সিড।
এমনকি ম্যাম ম্যাম বলে ডাকতেও থাকে। হঠাৎ বিদ্যুত চমকানির আলোতে সিড দেখতে পায় মিঠাইয়ে মুখ। একেবারে অবাক হয়ে ছিটকে পরে যায় সে। আর তারপরই মিঠাই যে বাড়িতে আশ্রিত সেই বাড়ির ছেলে গুন্ডা ভাড়া করে এনে মিঠাইকে তুলে নিয়ে যায়।
সিডের মুখে কালো কাপড় বেঁধে দেয় যাতে সে কিছু দেখতে না পারে। সবকিছু ফিরে পেয়েও আবারও যেন নিঃস্ব হয়ে গেল সিড। এবার দেখার পালা কিভাবে অবশেষে সিড-মিঠাইয়ের দেখা হয়। আবারও কি মনোহরায় ফিরে আসবে সেই খুনসুটি ভরা দিন। বর্তমানে তারই অপেক্ষায় ভক্তরা।