ফিরে এলো ঋদ্ধি-খড়ি, ফাঁস হল দেবলীনার সমস্ত কুকীর্তি, টানটান উত্তেজনা ‘গাঁটছড়া’ ধারাবাহিকে

অবশেষে প্রকাশ্যে এল আসল অপরাধী। এই মুহূর্তে টানটান পর্ব চলছে ‛গাঁটছড়া’ (Gantchhora) ধারাবাহিকে। সিরিয়ালের নিয়মিত দর্শকেরা জানেন যে, খড়ির স্মৃতি হারানোর সুযোগ নিয়েছে দেবলীনা সিংহরায় অর্থাৎ সিংহরায় পরিবারেরই মেজ বউ। যেকিনা ডি ওরফে দেবাংশুর স্ত্রী। দেবীপুরের জঙ্গল থেকে খড়িকে উদ্ধার করার পর সিংহরায়দের বিরুদ্ধেই খড়িকে উস্কে দেয়। আর সেই নিয়ে নানান কিছু হয়ে যায়।
আর যা দর্শকেরা সিরিয়ালের প্রতিটি পর্বেই দেখতে পেয়েছেন। অবশেষে খড়ি রূপী ইশার সঙ্গে মৈনাকের বিয়েও দেওয়ার চেষ্টা করে দেবলীনা। কিন্তু বিয়ের আগেই সব সত্যি সামনে এসে যায়। আর তখন নিজের প্রাণ বাঁচাতে খড়ি-ঋদ্ধি দুজনকেই সমুদ্রের জলে ধাক্কা মেরে ফেলে দেয় দেবলীনা। কিন্তু ‛রাখে হরি মারে কে’। আর তাইতো শত চেষ্টার পরেও প্রাণে রক্ষা পায় খড়ি-ঋদ্ধি।
কিন্তু আসল অপরাধীকে ধরার জন্য নতুন ফাঁদ পাতে তারা। সকলের সামনে ঘোষণা করা হয় ঋদ্ধি ও ঈশা মারা গিয়েছে। আর তাই দেবলীনাও স্বস্তি পায়। একেবারে সিংহরায় পরিবারে চলে আসে বাড়ি নিলাম করার জন্য। আর তখনই সকলের রক্ষা কবজ হয়ে ফিরে আসে খড়ি-ঋদ্ধি। দেবলীনার করা একেরপর এক ষড়যন্ত্রের হিসেব দিতে থাকে। প্রথমে এসব কিছুই স্বীকার করতে চায় না তিনি।
বরং উল্টো দোষারোপ দিতে থাকে সিংহরায়দের উপর। তার বক্তব্য সিংহরায়রা তাদের সঙ্গে অন্যায় করেছে। সমস্ত কিছু থেকে তাদের বঞ্চিত করেছে। আর তাই সে এই প্রতিশোধের নেশায় মেতেছে। এমনকি এও বলে সে যা করেছে ঠিক করেছে। তবে, সব কথার মাঝে এটাও বেরিয়ে আসে দেবাংশু সিংহরায় তার স্ত্রীকে ভুল বুঝিয়ে সিংহরায়দের বিরুদ্ধে উস্কে দিয়েছিল।
সিরিয়ালের পর্ব এতটাই টানটান যে মানুষজন এখন আগামী পর্বের জন্য অপেক্ষা করছে। এবার শুধু দেখার পালা আগামী দিনে আসল অপরাধীরা শাস্তি পায় নাকি। এমনকি খড়ি ও ঋদ্ধির আবারও নতুন করে ফিরে আসা তাদের সম্পর্ককে কোন দিকে নিয়ে চলে।