×
EntertainmentVideoViral Video

পায়ে পড়েও লাভ হলনা! অবশেষে রাহুলকে পুলিশের হাতে তুলে দিল ঋদ্ধি-খড়ি, জমজমাট এপিসোড ‘গাঁটছড়া’তে

অবশেষে পুলিশের হেফাজতে রাহুল। এতদিন ধরে সে যে যে শয়তানি করে এসেছে অবশেষে তার পর্দাফাঁস করলো ঋদ্ধি-খড়ি-দ্যুতি (Riddhi-Khori-Dyuti)। এই মুহূর্তে টানটান পর্ব চলছে গাঁটছড়াতে(Gantchhora)। আর সেই পর্বেই বুদ হয়ে আছেন দর্শকেরা। শুধু রাহুলই নয় পর্দাফাঁস হয় অয়না সহ দত্তদের। রেজিস্ট্রি কাগজে সই করার মাঝেই সে যেভাবে সিংহ রায়দের সমস্ত সম্পত্তি আত্মস্বাদ করতে চেয়েছিল সেই প্ল্যান হাতেনাতে ধরে ফেলে ঋদ্ধি।

যদিও নিজেকে বাঁচাতে অনেক রকমের যুক্তি সাজায় অয়না (Ayna)। এমনকি পুরো দোষটাই খড়ি-ঋদ্ধির ঘাড়ে চাপানোর চেষ্টা করে। যদিও লাভের লাভ হয়না কিছুতেই। অবশেষে ভিডিওর (Video) প্রমানেই বাজিমাত হয় অয়নার ষড়যন্ত্রর। আর তারপরই ভেঙে পড়ে সে। সকলের মুখে পড়ে সে নাম নেয় রাহুল ও কিয়ারার। বলে তারাই নাকি তাকে মদত জুগিয়েছে এই কাজের জন্য।

ফাঁস হয়েছে যায় রাহুল-কিয়ারার (Rahul-Kiyara) শয়তানি। ওদিকে ফেঁসে গিয়ে কিয়ারাও বলে দেয় ব্রো অর্থাৎ রাহুলের কথা শুনেই নাকি সে এসব করেছে। আর এরই মাঝেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। যা দেখে বেশ খুশি নেটিজেনরা। যেখানে দেখা যাচ্ছে অবশেষে রাহুলকে পুলিশের হাতে তুলে দেয় খড়ি ও ঋদ্ধি। পুলিশের সঙ্গে যাওয়ার মুহূর্তেই দাদা অর্থাৎ ঋদ্ধির কাছে পায়ে পড়ে ক্ষমা চায় রাহুল। বলে তাকে এবারের মতো মাফ করে দিতে।

যদিও লাভের লাভ কিছুই হয়না। ঋদ্ধি স্পষ্টই জানিয়ে দেয় যে, সিংহ রায় বাড়িতে আজ অবধি কখনও মেয়েদের অপমান হয়নি। তোকে শাস্তি পেতেই হবে। এরপরই রাহুলকে হিড়হিড়িয়ে টানতে টানতে নিয়ে যায় পুলিশ। এই ভিডিও দেখে বেজায় খুশি সকলেই। এবার দেখার পালা আসল দোষীরা কতটা শাস্তি পায়। নাকি আবারও শত্রুরা নতুন কোনো ষড়যন্ত্রের বীজ বোনে খড়ি-ঋদ্ধি সহ সিংহরায় পরিবারকে ধ্বংস করতে।