×
Entertainment

ডিডিও কল সেক্স না করলে অশ্লীল ছবি ফাঁস করে দেওয়ার হুমকি উরফিকে, অবশেষে গ্রেফতার যুবক

Urfi Javed: অবশেষে উরফি জাভেদ (Urfi Javed) খানিক স্বস্তির শ্বাস নিতে পারলেন। দীর্ঘদিন ধরে তাকে যে ছেলেটি ব্ল্যাকমেল করছিলো সে মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। ২ বছর ধরে উরফির ছবি বিকৃত করে ভাবমূর্তি তৈরির চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। যে কথা প্রথমবার উরফি নিজেই ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে সবার সামনে নিয়ে আসে। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম অবোদে আফ্রিদি (Obode Afridi)। যে পাঞ্জাব ইন্ডাস্ট্রিতে ছোট খাটো কাজ করতেন। তার গ্রেপ্তার হবার পরেই উরফি সে খবর নিজে ইন্সটাগ্রাম স্টোরিতে দিয়েছিল।

উরফি ইন্সটাগ্রাম স্টোরিতে লিখেছেন -‘সুখবর! যে লোকটা আমাকে বারংবার ব্ল্যাকমেল করেছিল সে অবশেষে শ্রীঘরে। মুম্বই পুলিশকে জানাই অসংখ্য ধন্যবাদ।’ কিন্তু এই মুম্বাই পুলিশের উপরেই ক্ষোভ ছিল উরফি যে কথা তিনি নিজেই জানিয়েছিলেন। কারণ প্রথমে তিনি যখন গোরেগাঁও থানায় সেই যুবকের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। যে কারণেই তার বেশ ক্ষোভ ছিল। গত রবিবার ইনস্টাগ্রামে নিজের বেশকিছু পুরোনো হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন উরফি। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সেই ব্ল্যাকমেলার বলছেন শারীরিক সম্পর্কে না জড়ালে উড়ফির অশ্রীল ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

লম্বা বিবৃতি দিয়ে সে উরফি সেই ফটো গুলি দিয়েছেন। নায়িকা লিখেছেন -‘এই ব্যক্তিটি আমাকে এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় খুব বিরক্ত করছে। ২ বছর আগে কেউ আমার ছবি বিকৃত করেছিল আর তা নিয়ে আমি তখন পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। সত্যি খুব খারাপ একটা সময় কেটেছিল আমার। ২ বছর আগেও আমি ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছিলাম যা এখনও আমার প্রোফাইলে রয়েছে। আমার অশ্লীল ছবির বিনিময়ে ওই লোকটা আমাকে ভিডিও সেক্স করার জন্য ব্ল্যাকমেল করছিল। ভয় দেখিয়েছিল ও বলেছিলো সে ছবিগুলো বলিউডের কিছু পেজে দিয়ে দেবে ও আমার কেরিয়ার শেষ করে দেবে। সে আমাকে সাইবার ধর্ষণের (হ্যাঁ এটাকে তাই বলে) জন্য ব্ল্যাকমেইল করছিল।এর আগে গোরেগাঁও পুলিশের কাছে অভিযোগ করেছিলাম। ১৪ দিন হয়ে গেলেও কোনও স্টেপ নেওয়া হয়নি। আমি খুবই ভেঙে পড়েছিলাম। মুম্বাই পুলিশের সম্পর্কে ভালো কত কথা শুনলেও ওই লোকটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তারা।’ এই পোস্ট উরফির ভাইরাল হবার পরেই নড়েচড়ে বসে পুলিশ। এরপর সেই ছেলেটিকে গ্রেপ্তার করে আনা হয়। এখন দেখার কোন ধারায় মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে।