Entertainment

অবশেষে মুখোমুখি হল মিঠি ও মিঠাই, মিষ্টিকে মেয়ে মেনে নিল সিদ্ধার্থ, ফের টপার হবে ধারাবাহিক, আশাবাদী ভক্তরা

Advertisement

শাক্য-মিষ্টি দুজনেই পেল বাবা-মায়ের পরিচয়। মিলে গেল ভাই-বোন এখন শুধু মিঠাইয়ের (Mithai) স্মৃতি ফেরার অপেক্ষা। একেবারে টানটান পর্ব ‛মিঠাই’ সিরিয়ালে। একটা সময় টানা ৫৬ সপ্তাহ ধরে সেরার সেরা ধারাবাহিক ছিল ‛মিঠাই’। তবে বেঙ্গল টপার না থাকলেও প্রথম দশে টিকিয়ে রেখেছে নিজের স্থান। তবে, যতই টিআরপির অদল বদল হোক না কেন মিঠাইয়ের জনপ্রিয়তা কিন্তু একেবারেই কমেনি।

অবশেষে মুখোমুখি হল মিঠি ও মিঠাই, মিষ্টিকে মেয়ে মেনে নিল সিদ্ধার্থ, ফের টপার হবে ধারাবাহিক, আশাবাদী ভক্তরা

মাঝে মিঠাই রানীর মৃত্যু একেবারেই মেনে নিতে পারেননি ভক্তরা। কিন্তু তারই মুখের আদলে মনোহরাতে এন্ট্রি নেয় মিঠি। সে দেখতে মিঠাইয়ের মতো হলেও কাজে-কর্মে অথবা হাবেভাবে মিঠাইয়ের চেয়ে অনেক আলাদা। যদিও তার সঙ্গে শাক্যর বেশ ভালো বন্ডিং গড়ে ওঠে। বলা চলে তারই কথায় শাক্য সবকিছু করে। নাহলে তো একটা সময় সিড তাকে বোডিংয়ে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

অবশেষে মুখোমুখি হল মিঠি ও মিঠাই, মিষ্টিকে মেয়ে মেনে নিল সিদ্ধার্থ, ফের টপার হবে ধারাবাহিক, আশাবাদী ভক্তরা

এমনকি এই মিঠির সাহায্য নিয়েই সিড মিঠাইয়ের খুনিদের খুঁজে বের করে শাস্তি দেয়। কিন্তু অবশেষে দেখা যায় মিঠাই আসলে মারা যায়নি। সে বেঁচে আছে। এমনকি তার সঙ্গে দেখা হয় সিড সহ গোটা মনোহরার লোকেদের। কিন্তু আক্ষেপের কথা হল তার কিছু মনে নেই। সেদিনের ভয়ংকর অগ্নিকাণ্ডের পর থেকে সে স্মৃতি হারিয়েছে। সে শুধু এখন নিজেকে মিষ্টির মা হিসেবেই জানে।

অবশেষে মুখোমুখি হল মিঠি ও মিঠাই, মিষ্টিকে মেয়ে মেনে নিল সিদ্ধার্থ, ফের টপার হবে ধারাবাহিক, আশাবাদী ভক্তরা

কিন্তু এভাবে তো একেবারে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় সিড। আর তাইতো দুই সন্তান অর্থাৎ শাক্য, মিষ্টি সহ মিঠি ও মনোহরায় সবাইকে নিয়ে মিঠাইয়ের স্মৃতি ফেরানোর চেষ্টায় নেমে পড়েছে। ওদিকে বাকেরহাটে মিঠি ও শাক্যর সঙ্গে দেখা হয় মিঠাইয়ের। মিঠাই আদর করে শাক্যকে মিষ্টি খাওয়ালেও বুঝতে পারেনা এটাই তার ছেলে। ওদিকে মিষ্টিও তার বাবার আদর পায়। এমনকি এদিন সিড জানিয়েও দেয় যে সেই তার বাবা। এবার দেখার পালা কবে মিঠাইয়ের স্মৃতি ফিরে।