×
Entertainment

Iman-Rupankar: KK-বিতর্কে ইমনকে ইনসিকিওর বলে খোঁচা রুপঙ্করের! পাল্টা জবাব দিলেন গায়িকা

এবার রূপঙ্করের (Rupankar Bagchi) বলা মন্তব্যের পাল্টা জবাব দিলেন গায়িকা ইমন। শুরুটা করেছিলেন রূপঙ্কর নিজেই। ৩১ মে নুজরুল মঞ্চে শো করতে এসে মৃত্যু হয়েছিল গায়ক কেকের। সেই শোয়ের আগেই রূপঙ্কর একটি ফেসবুল লাইভ করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন Who is KK? কেকে (KK Demise) ভালো গায়ক। কিন্তু ওর ভিডিও দেখে আমি অনুভব করলাম ন্যাশনাল লেভেলে কেকের যা জায়গা সেই মতোন পশ্চিমবঙ্গের লেভেলে যারা যারা নাম করেছেন তাঁদের মধ্যে আমি, সোমলতা, ইমন, অনুপম, রাঘব, রুপম, ক্যাকটাস সবাই কেকে র থেকে ভালো গাই।

আর তারপর আচমকা কেকের মৃত্যু হতেই
রূপঙ্করকে নিয়ে চলে কটাক্ষের বন্যা। রীতিমতো আক্রমণাত্মক সুরে তাঁকে গালিগালাজ করা হয়। এমনকি তার সঙ্গীত মহলের অনেকেই কেকে -কে নিয়ে তার করা মন্তব্যে সহমত হতে পারেননি। আর সেই জায়গায় ছিলেন গায়িকা ইমনও। আর সেই প্রসঙ্গেই রূপঙ্কর সম্প্রতি এক টেলিভিশন শোতে এসে মন্তব্য করেন। ইমনের (Iman Chakraborty) প্রসঙ্গ টেনে রূপঙ্কর বলেছেন যে, ইমন অনেক লড়াই করে আজ এই জায়গা পেয়েছে। এমনকি জনপ্রিয়তার শীর্ষেও রয়েছে। তবে ও খুব ইনসিকিওর।

Iman-Rupankar: KK-বিতর্কে ইমনকে ইনসিকিওর বলে খোঁচা রুপঙ্করের! পাল্টা জবাব দিলেন গায়িকা -

গায়ক আরও বলেছেন যে, কাজ না পাওয়ার অনিশ্চয়তায় ভোগে। আমরা সকলেই এই প্রফেশনে ইনসিকিওর। কিন্তু ফেসবুক লাইভটা না করলেই পারতো। আর সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন ইমন। গায়িকার কথায়,ইনসিকিওরড থাকলে এই ইন্ডাস্ট্রিতে কেউ কাজ করতে পারে না। বিশেষ করে রুপঙ্করদা এবং আমি যে পেশায় আছি। এইখানে কাজ করা যায় না মন শক্ত না হলে। তার বক্তব্য রূপঙ্কর দা যদি আমায় ইনসিকিওর বলে থাকেন তাহলে কোথাও গিয়ে উনিও ইনসিকিওর। কাজ চলে যাওয়া প্রসঙ্গে ইমন বলেছেন যে, এটা রূপঙ্কর দা নিজের মতো করে বলেছেন।

Iman-Rupankar: KK-বিতর্কে ইমনকে ইনসিকিওর বলে খোঁচা রুপঙ্করের! পাল্টা জবাব দিলেন গায়িকা -

তা বাদেও গায়িকা আরও যোগ করেন যে, আমার প্রতিবাদের জায়গা আলাদা। একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে ছোট করা উচিত নয়। সম্প্রতি ইমনের এই বক্তব্যই প্রকাশ্যে এসেছে।