×
EntertainmentNewsTrending

Partha-Arpita: ‘স্ত্রীর মৃত্যুর পরই তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে পার্থদার’, ইডি জেরায় মুখ খুললেন অর্পিতা

Partha-Arpita: স্ত্রীর মৃত্যুর পর পার্থদার (Partha Chatterjee) সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে অর্পিতার (Arpita Mukherjee)। ইডির জেরার অকপট স্বীকারোক্তি অভিনেত্রীর। বর্তমানে পার্থ ও অর্পিতার অসমবয়সী বন্ধুত্ব নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। এমনকি তাদের দুজনকে ‛অপা’ বলেও উল্লেখ করেছেন নেটিজেনরা। আর এসবের মাঝেই পার্থ ও অর্পিতার সম্পর্কের সমীকরণ খোলসা হল। ইডির জেরার মুখে পরে প্রাক্তন মন্ত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট অর্পিতা।

 

View this post on Instagram

 

A post shared by Arpita Mukherjee (@arrpietaitsme)

অভিনেত্রী জানিয়েছেন যে, স্ত্রীর মৃত্যুর পর থেকেই পার্থর (Partha Chatterjee) সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছিল তার। ২০১২ সালে প্রথম তাদের আলাপ হয়। এরপর ২০১৭ সালে পার্থ বাবুর স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়। আর এরপর থেকেই অর্পিতার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে পার্থর। রীতিমতো অর্পিতার ফ্ল্যাটে যাওয়াও শুরু হয়। শুধু তাই নয় তাঁর জন্য টাকা পয়সা খরচ করা থেকে শুরু করে দামী গয়না কিনে দেওয়া সবই করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Arpita Mukherjee (@arrpietaitsme)

যদিও কোটি কোটি টাকা কিভাবে তাঁর ফ্ল্যাটে এলো সেই নিয়ে স্পষ্টভাবে মুখ খোলেননি অর্পিতা। শুধু জানিয়েছেন যে, খামে করে কি আসতো তা জানা ছিল না তার। পরবর্তীকালে টাকার কথা জানতে পারলে এই টাকা কার বা কিভাবে আসতো সেই বিষয়ে কিছুই তিনি নাকি জানতেন না। এমনকি পার্থ ঘনিষ্ঠ এও বলেছেন যে, পার্থ দার নির্দেশেই তিনি নাকি টাকার ঘরে যেতেন না। এমনকি মুখও বন্ধ রাখতেন। এই বিষয়ে পার্থদাই সব বলতে পারবেন বলে জানান অর্পিতা (Arpita Mukherjee)।