Ekka Dokka : অবশেষে রাধিকাকে বিয়ের কথা বাড়িতে জানালো অনির্বাণ, খুশিতে ডগমগ গোটা পরিবার

অবশেষে রাধিকাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে তারই বাড়িতে হাজির হল ডঃ অনির্বাণ গুহ (Anirban Guha)! এবার বোধহয় নতুন এক প্রেমকাহিনীর শুরুয়াত হতে চলেছে ‛এক্কা দোক্কা’ ধারাবাহিকে। গত বছরের মাঝামাঝি সময় থেকে টিভির পর্দায় এসেছে নতুন ধারাবাহিক ‛এক্কা দোক্কা’(Ekka Dokka)। দুই ডাক্তারি পড়া শিক্ষার্থীকে নিয়ে শুরু হয়েছিল এই সিরিয়াল। আর এই ধারাবাহিকে হাত ধরে নতুন একটি জুটি উঠে এসেছে পর্দায়।
সিরিয়ালের শুরুতে রাধিকা ও পোখরাজের (Radhika-Pokhraj) জুটি ব্যাপকভাবে নজর কাড়ছিল দর্শকদের। এমনকি সব বিবাদ ভুলে তারা একও হয়েছিল। কিন্তু কিছুদিন পেরোতে না পেরোতেই তাদের মধ্যে শুরু হয় অশান্তি। যা অবশেষে ডিভোর্সে গিয়ে দাঁড়ায়। আর তারপরই ধারাবাহিকে এন্ট্রি নেয় ডঃ অনির্বাণ গুহ। প্রথমে রাধিকার সঙ্গে অনির্বানেরও একপ্রকার আঁধায়-কাঁচকলায় সম্পর্ক ছিল। যদিও ধীরে ধীরে তাদের সম্পর্ক স্বাভাবিক হয়।
View this post on Instagram
পোখরাজ-রাধিকার বিচ্ছেদ হলেও তাদের দুজনের মনেই দুজনের জন্য ভালোবাসা ছিল। তারপর ঘটে যায় অনেক ঘটনা। কিডন্যাপ হয় পোখরাজ। যেই দোষ গিয়ে পরে রাধিকার উপর। এরই মাঝে পোখরাজ রঞ্জা (Pokhraj-Ronja) নামের একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে আনে। আর সেই নিয়েও কম ঝামেলা হয়নি। বর্তমানে পোখরাজ চায় রঞ্জা তাদের হাসপাতালে রিসেপসনিস্ট হিসেবে জয়েন করুন। পাশাপাশি নিজের গ্রাজুয়েশনটাও কমপ্লিট করুন।
পোখরাজ নিজের মুখে জানায় যে, রঞ্জার উপর তার মায়া আছে। সে তাকে বন্ধুর চোখে দেখে। ওদিকে রাধিকা বিয়েতে সম্মতি দেওয়ায় পর ডঃ অনির্বাণ বাড়িতে পিসি ও বাবাকে জানায় সে বিয়ে করতে রাজি। কিন্তু মেয়ে কে তা প্রথমে জানায় না। পুরোটাই ঠেলে দেয় রাধিকার দিকে। ওদিকে রাধিকার চোখে মুখেও লজ্জার ছাপ স্পষ্ট। অবশেষে অনির্বাণই জানায় কনে হল রাধিকা। আর এই কথা শুনে অনির্বাণ-এর বাবা ও পিসি দুজনেই বেশ খুশি হয়। এরপর অর্নিবান যায় রাধিকার বাড়ি।
New Twist In Ekka Dokka Serial:
আর সেখানে গিয়ে সে গোটা পরিবারের সামনে জানায় বিয়ের কথা। রাধিকার পরিবারও বেজায় খুশি তাদের এই সম্পর্ক নিয়ে। এবার দেখার পালা তাহলে কবে অনির্বাণ ও রাধিকা (Radhika-Anirban) বিয়ের পিঁড়িতে বসে। নাকি তাদের এই বিয়েতে আবারও কোনো সমস্যা দেখা যায়। এখন ‘এক্কা দোক্কা'(Ekka Dokka) সিরিয়াল নিয়ে উত্তেজনা তুঙ্গে দর্শকদের মধ্যে।