Pushpa 2 : বক্স অফিসে ফের ঝড় তুলতে আসছে ‘পুষ্পা ২’, সামনে এলো টিজার, না দেখলে চরম মিস

সালটা ২০২১। সারা ভারত জুড়ে বক্স অফিসে তুমুল ঝড় তুলেছিল ‛পুষ্পা’ (Pushpa) সিনেমা। আল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna) অভিনীত এই ‛পুষ্পা’ সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই সিনেমায় পুষ্পা রাজের (Pushpa Raj) থুতনিতে হাত বোলানোর স্টাইল এককথায় সুপার ডুপার হিট। দর্শকদের ভালোবাসা এতটাই পেয়েছিল এই ছবি যে দ্বিতীয় পার্ট আসবে সেকথা তখন থেকেই কানাঘুষো চলছিল। আর এবার তারই লুক এল প্রকাশ্যে।
অবশেষে জন্মদিনের আগের রাতে রীতিমতো সবাইকে চমকে দিয়ে আল্লু অর্জুন ‛পুষ্পা ২’-র ঝলক আনলেন প্রকাশ্যে। আর সেই ছবি দেখেই রীতিমতো চমকে উঠলেন ভক্তরা। এমনকি প্রকাশ্যে এসেছে ৩ মিনিট ১৫ সেকেন্ডের একটি টিজার। আর তাতে রীতিমতো ঝড় তুলেছে আল্লু অর্জুন। ‛পুষ্পা’ সিনেমার খ্যাতির পর আল্লু অর্জুনের জনপ্রিয়তা রীতিমতো তুঙ্গে। আর এবার ‛পুষ্পা ২’-র (Pushpa 2) নতুন লুক দিয়ে আবারও একবার ঝড় তুললেন। নিজেকে একেবারে পুরোপুরি বদলে নিয়েছেন অভিনেতা।
Pushpa 2 Movie Firstlook poster release on Instagram
View this post on Instagram
তার সেই লুকটি কেমন জানেন? তার লুকটিতে দেখা যাচ্ছে যে, অভিনেতার সারা শরীর জুড়ে নীল বর্ণ। কপালে টিপ, গলায় বাহারি হার সহ একাধিক মালা, কানে ভারী দুল ও দু হাত ভর্তি চুড়ি সহ নাকে নথ। শাড়ি পরে বন্দুক হাতে সে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আল্লু অর্জুনের এই লুক রীতিমতো ঝড় তুলেছে। এমন রূপে আগে কখনও দেখা যায়নি অভিনেতাকে।
Pushpa 2 Treser Video watch now
এছাড়াও ভাইরাল ওই টিজারে দেখা যাচ্ছে যে, নিখোঁজ পুষ্পাকে খুঁজে পেতে একেবারে মরিয়া শহরবাসী। অনেকেই মনে করছেন লালচন্দনের চোরা কারবারি পুষ্পা মারা গেছে। কিন্তু আবার কারোর কারোর বিশ্বাস সে মরেনি বেঁচে আছে। ঠিক সময় মতো সে ফিরে আসবে। রীতিমতো উত্তেজনায় ভরা এই ছবি কতটা দর্শকদের মনজয় করতে পারবে সেটাই এখন দেখার। তবে, অনুমান করা যায় ‛পুষ্পা’-র মতো ‛Pushpa 2’ও ফের একবার বক্স অফিসে তুমুল সাফল্য আনবে।