Entertainment

ছেলের আড়ালে বৌমার সঙ্গে ঘনিষ্ঠ শ্বশুর, ভুলেও পরিবারের সামনে দেখবেন না এই ওয়েব সিরিজ

Advertisement
Advertisements

উল্লু (Ullu) অ্যাপের পালং তোড় পর্বের সিরিজ গুলির কথা আলাদাভাবে আর কিছু বলার নেই। রোমান্স ও ঘাম ঝরানো থাকে সবদিক থেকে। তবে জানেন কাজ এবার পালং তোদ সিরিজের এমন এক পর্ব সামনে এসেছে যা সবার থেকে আলাদা। সেই কারণে অবশ্যই আপনাকে আজ এমন একটি সিরিজ সম্পর্কে জানাবো যা আগে কোনোদিন দেখেননি।

সিরিজের নাম – পালং তোড় : সিসকিয়ান (Palang Tod: Siskiyan)

রিলিজ ডেট – ২০২২ সালের ৫ই অগাস্ট এই সিরিজ রিলিজ হয়েছিল।

কাস্ট – মুখ্য চরিত্রে অভিনয় করবেন নূর মালবিকা (Noor Malabika) o তার সাথেই দেখা যাবে হীরাল রাদাদিয়া (Hiral Radadiya)।

ছেলের আড়ালে বৌমার সঙ্গে ঘনিষ্ঠ শ্বশুর, ভুলেও পরিবারের সামনে দেখবেন না এই ওয়েব সিরিজ

সিরিজের গল্প – রেনু (নূর) যার শরীরের তৃষ্ণা মেটাতে অক্ষম তার স্বামী। কার্যত প্রতিদিন একইভাবে রেণুর জীবন অতিষ্ট হতে থাকে। এক সময় রেনু তার শারীরিক অক্ষম শশুরের দিকে ঝুঁকে যায়। শশুর ও এমন বৌমাকে নিজের করে চাইতে থাকে। তবে দুজনে কি আদেও সফল হতে পারবে? তার জন্য অবশ্যই দেখুন সিসকিয়ান সিরিজ।

কিভাবে দেখবেন – প্রথমে উল্লু অ্যাপ আপনার ফোনে ডাউনলোড করুন। তারপরে নির্দিষ্ট সময়ের জন্য সাবস্ক্রিপশন নিন ও পছন্দের মতো ওয়েব সিরিজ উপভোগ করুন।