EntertainmentVideoViral Video

এরম মানুষ পৃথিবীতে বিরল! বিলাসবহুল গাড়ি ছেড়ে ট্রেনে চেপে NGP-তে অরিজিৎ, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

Advertisement

সরলতার আরেক নাম অরিজিৎ সিং (Arijit Singh)। ফের একবার তা প্রমাণ হল। সম্প্রতি উত্তরবঙ্গ মাতাতে হাজির হয়েছেন অরিজিৎ। কিন্তু কিসে করে জানেন? সাধারণ ট্রেনে করে। তিস্তা-তোর্সা এক্সপ্রেসে করে নিউ জলপাইগুঁড়ি স্টেশনে হাজির হয়েছেন অরিজিৎ। তার মতো একজন স্বনামধন্য গায়কের প্রাইভেট জেটে করে আসা আশ্চর্য্যের কিছু নয়। কিন্তু তিনি অরিজিৎ সিং। বরাবরই নিজের কাজের মধ্যে দিয়ে সরলতার ছাপ রেখেছেন।

এরম মানুষ পৃথিবীতে বিরল! বিলাসবহুল গাড়ি ছেড়ে ট্রেনে চেপে NGP-তে অরিজিৎ, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

আর এবারেও তার খামতি হয়নি। বৃহস্পতিবার মাঝরাতে জিয়াগঞ্জ থেকে তিস্তা-তোর্সা এক্সপ্রেসে (Tista-Torsa Express) ওঠেন গায়ক। এরপর ঘন্টা তিনেকের মধ্যেই নামেন নিউ জলপাইগুড়ি (Njp) স্টেশনে। আগে থেকেই অরিজিতের এনজিপি পৌঁছানোর খবর ছড়িয়ে পড়ে। আর তাই মাঝরাতেও তাকে দেখতে স্টেশন চত্বরে উপচে পড়ে ভিড়। এদিন সাদা পোশাক সহ নিয়ন রঙের টুপিতে ধরা দিয়েছিলেন সঙ্গীতের বাদশা।

স্টেশনে ট্রেন ঢোকামাত্রই ভক্তদের হাত নেড়ে অভিবাদন জানায় গায়ক। কড়া নিরাপত্তার মাঝেও এদিন বাঁধভাঙা উচ্ছাসকে সামাল দিতে বেশ বেগ পেতে হয়েছিল সিকিউরিটি গার্ডদের। এই কনসার্টের আয়োজক তোচন ঘোষ (Tochon Ghosh) অরিজিতের ট্রেন সফর নিয়ে বলেছেন যে, ‘ওর মধ্যে কোনও তারকাসুলভ আচরণ নেই। জিয়াগঞ্জ থেকে তিস্তা-তোর্সা এক্সপ্রেসে করে এসেছে। সঙ্গে ৩০ জন বন্ধুকে নিয়ে এসেছে’।

তবে, দিন কয়েক আগে অরিজিতের এই কনসার্ট বন্ধ করতে জনস্বার্থে মামলা করেছিলেন অখিল বিশ্বাস (Akhil Biswas) নামের এক আইনজীবী। যদিও পরে তিনি সেই মামলা প্রত্যাহার করে নিয়েছেন। আসলে অরিজিতের কনসার্ট ভেনুর অল্প দূরেই রয়েছে নার্সিংহোম। রোগীদের কথা ভেবেই মামলা করেছিলেন তিনি। যদিও আয়োজকরা শব্দ নিয়ন্ত্রণে রাখার প্রস্তুতি নিয়েছেন বলেই জানিয়েছেন। এছাড়াও এলাকার খেলোয়াড়দের উন্নয়নের জন্যও অর্থ দেবেন বলেও জানিয়েছেন।

আর সেসব কথা ভেবেই অবশেষে মামলা প্রত্যাহার করেন অখিল বাবু। অরিজিতের গান শুনতে এদিন প্রায় ১৩ হাজার দর্শক উপস্থিত থাকবেন। আয়োজকদের তরফে জানানো হয়েছে, কনসার্টের ১২ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এখন শুধু অপেক্ষার পালা অরিজিতের (Arijit Singh) গানের জোয়ারে মানুষের ভেসে যাওয়ার।