দীপা নয়, সোনার জন্য নতুন মা নিয়ে এলো সূর্য, ‘অনুরাগের ছোঁয়া’র নতুন প্রোমো ঘিরে তুমুল উত্তেজনা দর্শকমহলে

দীপা (Dipa) নয় অন্য এক মহিলাকে মা সাজিয়ে সোনার কাছে আনলো সূর্য (Surya)! প্রকাশ্যে ‛অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) নতুন প্রোমো। যা দেখে ক্ষুদ্ধ নেটিজেনরা। সকলেই জানেন নিশ্চই এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গল টপার ধারাবাহিক এটি। দর্শকদের ভালোবাসায় দীর্ঘদিন ধরে তারা প্রথম স্থান দখল করে আছে। তবে, এবার বোধহয় সেটা খোয়ানোর পালা এসেছে। অন্তত দর্শকদের তেমনটাই মত। দীর্ঘদিন ধরেই মিশকার শয়তানিতে আলাদা আছে সূর্য-দীপা।
কোনোভাবেই যেন তাদের মধ্যেকার ভুল-বোঝাবুঝি মিটছে না। মাঝে একটা সময় একটা একটা করে সত্যি প্রকাশ্যে আসায় অনেকেই ভেবেছিলেন এবার হয়তো মিশকার ষড়যন্ত্র ফাঁস হবে। কিন্তু প্রতিবারই আশাহত হয়েছেন অনুরাগীরা। আর এই নিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদও জানিয়েছেন। কিন্তু সিরিয়াল মানেই তিলকে তাল করে দেখানোর বিষয় থেকেই যায়। আর এখানেও দিনের পর দিন সেটাই হয়ে চলেছে।
আর সেই সব কিছুতে সূর্যকে মদত দিচ্ছে মিশকা। তবে, সূর্য-দীপার (Surya-Dipa) মধ্যেকার ভুলবোঝাবুঝি যে ব্যাপক প্রভাব ফেলেছে সোনা-রুপার মনে এবার সেটাও হল স্পষ্ট। সম্প্রতি স্টার জলসার (Star Jalsha) অফিসিয়াল পেজ থেকে ‛অনুরাগের ছোঁয়া’র প্রোমো এসেছে প্রকাশ্যে। যেখানে দেখা যাচ্ছে যে, স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে সোনা-রূপা তাদের বাবা-মাকে নকল করছে। আর সেই দেখে সূর্য-দীপা চিন্তিত হয়ে পড়ে। এমনকি বোঝে যে, তাদের উপর খারাপ প্রভাব পড়ছে।
View this post on Instagram
এরপর সূর্য (Surya) ঠিক করে সোনার জন্য নতুন মা নিয়ে আসবে। আর সেই মতোন সূর্য নতুন মাকে নিয়ে আসে। আর বলে এটাই তোমার আসল মা। আর সোনাও (Sona) তার মাকে পেয়ে ভীষণ খুশি। কিন্তু দীপা-রুপা তো অবাক হয়ে যায়। এমনকি এই প্রোমো দেখে নেটিজেনরা একেবারেই খুশি নয়। একপ্রকার তারা বিরক্ত। এমনকি ভক্তরা জানিয়েই দিচ্ছেন যে এবারে নাকি টিআরপি কমবে। এবার দেখার পালা আগামী দিনে কি চমক আসতে চলেছে ধারাবাহিকে।