×
Entertainment

অপমানিত হয়েও ডঃ অনির্বাণের জন্য যেচে জন্মদিনের আয়োজন রাধিকার, পোখরাজের কি হবে! চিন্তিত ভক্তরা

কেক কাটা থেকে ভুরিভোজ কিছুই বাদ থাকলো না ডঃ অনির্বাণ গুহ-র জন্মদিনে। সব আয়োজনে সফল রাধিকা। এক্কা দোক্কা (Ekka Dokka) ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, বর্তমানে পোখরাজের সঙ্গে রাধিকার সম্পর্ক একেবারেই ঠিক না। দুজনেই দুজনের থেকে আলাদা। বর্তমানে তাদের মধ্যে নানান ঝামেলার সৃষ্টি হয়েছে। আর সেই কারণে তারা আলাদাই রয়েছে।

অপমানিত হয়েও ডঃ অনির্বাণের জন্য যেচে জন্মদিনের আয়োজন রাধিকার, পোখরাজের কি হবে! চিন্তিত ভক্তরা -

আর এসবেরর মাঝেই ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে সকলের প্রিয় অভিনেতা প্রতীক সেন। এই সিরিয়ালে তাকে ডঃ অনির্বাণ গুহ নামের একটি চরিত্রে দেখা যাচ্ছে। ‛মোহর’ ধারাবাহিকে সোনামনি ও প্রতীকের জুটি বেশ প্রশংসা পেয়েছিল দর্শকমহলে। দর্শকেরা দ্বিতীয়বার অপেক্ষা করে ছিল তাদের আবারও একসঙ্গে দেখার জন্য। আর এবার সেই ইচ্ছে টাই পূরণ হয়েছে অনুরাগীদের।

অপমানিত হয়েও ডঃ অনির্বাণের জন্য যেচে জন্মদিনের আয়োজন রাধিকার, পোখরাজের কি হবে! চিন্তিত ভক্তরা -

আগের বারের মতোন এবারেও রাধিকার সঙ্গে প্রতীক ওরফে ডঃ অনির্বাণ গুহর একটা আঁধায়-কাঁচকলায় সম্পর্ক। কিন্তু তারপরেও রাধিকা ডাক্তারবাবুর জন্মদিনে নিজের হাতে সব আয়োজন করে। এমনকি পায়েস রান্না সহ বাকি খাবারের জোগাড় সে নিজের হাতেই করে রাধিকা। প্রথমে এসব কিছু নিয়ে ডঃ অনির্বাণ চেঁচামেচি করলেও পরে সে সবটাই খেয়ে নেয়

অপমানিত হয়েও ডঃ অনির্বাণের জন্য যেচে জন্মদিনের আয়োজন রাধিকার, পোখরাজের কি হবে! চিন্তিত ভক্তরা -

এমনকি কেক কাটারও আয়োজন করে রাধিকা। আর সেটাও কাটে ডাক্তারবাবু। অবশেষে রাধিকা ‛আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গানটি গায়। তারই রেশ ধরে ডঃ অনির্বাণ গুহও গলা মেলায়। এত রাগ, ঝগড়ার মাঝেও তাদের সম্পর্কের উন্নতি হচ্ছে তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। তবে, অনেকেই রাধিকার এই আগবাড়িয়ে কাজ একেবারেই মেনে নিতে পারছেন না।

শুধু তাই নয় অনেকে আবার পোখরাজের সঙ্গে রাধিকার সম্পর্কের কি হবে সেই নিয়েও নানান সুর চড়িয়েছেন। আগামী দিনে দেখার পালা এদের তিনজনের সম্পর্ক কোনদিকে মোড় নেয়।