EntertainmentVideoViral Video

‘সোনার সংসার’-এ নেই ‘মিঠাই-সিড’-এর নাচ! প্রমো দেখে ক্ষুব্ধ ভক্তরা

Advertisement

‘সোনার সংসার অ্যাওয়ার্ডস’-র মঞ্চে নেই আদৃত-সৌমিতৃষা (Adrit-Soumitrisha)! ফের একবার জি চ্যানেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নেটিজেনরা। চলতি মাসের শুরুতেই জি বাংলা সোনার সংসারের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। এখন বাকি টিভিতে টেলিকাস্ট হওয়ার। আগামী ২৬ মার্চ রবিবার সন্ধ্যে সাড়ে সাতটায় জি বাংলার পর্দায় দেখা যাবে এই অ্যাওয়ার্ডস-য়ের অনুষ্ঠান। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই প্রোমো। আর যা দেখেই ক্ষেপে আগুন ভক্তরা।

'সোনার সংসার'-এ নেই 'মিঠাই-সিড'-এর নাচ! প্রমো দেখে ক্ষুব্ধ ভক্তরা

কিন্তু কেন তাই ভাবছেন নিশ্চই? আসলে ওই প্রোমোতে জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ থেকে শুরু করে তিতির-সোমরাজ, পর্ণা-সৃজন, ইন্দ্র-মিতুল, জুঁই-শুভ্র, সকলের কাপেল ডান্সের পারফরম্যান্স থাকলেও মিঠাই-সিডকে একবারের জন্যও দেখা যায়নি। আর সেই নিয়েই রীতিমতো ক্ষেপে উঠেছেন ভক্তরা। গতবছরেও আদৃত-সৌমিতৃষার একসঙ্গে পারফরম্যান্স দেখা যায়নি। আর এবারেও তাদের দেখা যাচ্ছে না।

'সোনার সংসার'-এ নেই 'মিঠাই-সিড'-এর নাচ! প্রমো দেখে ক্ষুব্ধ ভক্তরা

আর তারপর থেকেই আবারও উঠে এসেছে আদৃত-সৌমিতৃষার ঠান্ডা লড়াইয়ের কথা। ভক্তরা সবসময় অপেক্ষা করে থাকেন সিড-মিঠাইকে একসঙ্গে দেখার জন্য। কিন্তু সিরিয়ালের বাইরে গিয়ে তারা কখনই একসঙ্গে ধরা দেননা। আর তাই নিয়ে নানান কানাঘুষোও চলে। তবে, এবার তাদের প্রমোতে না দেখতে পেয়ে এককথায় চ্যানেলকে দুষছেন সকলেই।

'সোনার সংসার'-এ নেই 'মিঠাই-সিড'-এর নাচ! প্রমো দেখে ক্ষুব্ধ ভক্তরা

তবে, এই বিষয়টি নিয়ে অনেক ভক্তরা দাবি করেছেন যে, আদৃত-সৌমিতৃষার মধ্যে কোনো লড়াই নেই। আসলে আদৃত নাচতে ভালোবাসেন না। যদিও এই বিষয়টি কেউ মানতে নারাজ। সকলেই চ্যানেলের উপর ক্ষোভ উগরে দিয়েছেন। কেউ লিখেছেন ‛সেরা জুটির পুরস্কারটাও দিলেন না, আর প্রোমোতে সিডাইকে রাখলেন না। অসহ্য’। আবার কেউ লিখেছেন ‛জি কাকু মিঠাই কোথায়? এত কেন ইগনোর করেন মিঠাইকে?’ সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চার মুখে সোনার সংসার অ্যাওয়ার্ডস।