×
Entertainment

করোনায় আটকে থাকেনি বিয়ে, সাত পাকে বাঁধা পড়েছেন যেসমস্ত জনপ্রিয় জুটি

দীপঙ্কর-দোলন

যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব” অর্থাৎ ‘আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার হোক।’ সব কটূক্তিকে দূরে সরিয়ে কেবলমাত্র ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের মধ্যে খুঁজে নিয়েছিলেন ভালো থাকার রসদ। দীর্ঘ ২২ বছর ধরে ‘লিভ-ইন’ সম্পর্কে থেকে অবশেষে ১৬ জানুয়ারি এই দুই তারকা বাঁধা পড়েন একই সুতোয়। ৭৫ বছর বয়সী প্রবীণ অভিনেতা দীপঙ্কর ও ৪৯ বছর বয়সী অভিনেত্রী দোলন রায় আবদ্ধ হন বিবাহ বন্ধনে।

ADVERTISEMENT

কেবলমাত্র রেজিস্ট্রি ম্যারেজ করেই বিয়ে সেরেছিলেন এই দুই তারকা জুটি। অভিনেতা দীপঙ্কর এর পরণে ছিল সাদা পাঞ্জাবী ও ধুতি ও অভিনেত্রী দোলন এর পরনে ছিল টুকটুকে লাল বেনারসি। হাইল্যান্ড পার্কের পাশে এক হোটেলে বসেছিল বিয়ের আসর।

সৌমেন-মল্লিকা

এরপর জানুয়ারি মাস শেষ হতেই ফেব্রুয়ারিতে বসে আরও একটি বিয়ের আসর। অভিনেত্রী ও পরিচালকের এই মিলনে খুশি সবাই। বুঝতে পারছেন না নিশ্চই কার কথা বলছি? তাহলে শুনুন অভিনেত্রী মল্লিকা মজুমদার অর্থাৎ জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “ফিরকি” তে যিনি ফিরকির শাশুড়ির চরিত্রে অভিনয় করেন। তাঁর অভিনয় সকলেই বেশ পছন্দ করে। তার অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আর এই অভিনেত্রী ও পরিচালক সৌমেন হালদার ভালোবাসার মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

মল্লিকার পরনে ছিল হালকা পিচ রঙের ট্র্যাডিশনাল শাড়ি। কানে গলায় ভারী সোনার গয়না। দুর্দান্ত খোঁপা। পাশাপাশি বড় এর পরনে ছিল সাদা পাঞ্জাবী। দুজনের মাথায় ছিল ট্রাডিশনাল মুকুট। তারাও রেজিস্ট্রি ম্যারেজ ও সিঁদুর দান এর মধ্যে দিয়েই বিয়ে সম্পূর্ণ করেন।

অভিমন্যু-মানালি

এরপর যার কথা বলব তাঁরা হলেন মানালি-অভিমন্যু। করোনা কিন্তু তাদের সংসার পাতায় বাঁধ সাধতে পারেনি। ২০২০ তে করোনা আবহের মধ্যেই জাঁকজমক ছাড়াই বিয়ে সারেন মানালি-অভিমন্যু। মানালির এটা দ্বিতীয় বিয়ে। এর আগে গায়ক সপ্তক এর সঙ্গেও বিয়ে বলেছিল মানালির। কিন্তু সে সম্পর্ক বেশিদিন টেকেনি। এরপর পরিচালক অভিমন্যুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মানালি। করোনা আবহে শুধুমাত্র মালাবদল ও সিঁদুরদানের মধ্য দিয়ে বিয়ে করেন এই জুটি। যদিও ২০২০ র ১৫ অগস্ট রেজিস্ট্রি করেন এই অভিনেত্রী-পরিচালক জুটি।

অনির্বান-মধুরিমা

এরপরই সম্প্রতি কিছুদিন আগে বিয়ের পিঁড়িতে বসেন তারকা দম্পতি। যাদের বিয়ে নিয়ে প্রচুর বিতর্ক ও সমালোচনাও হয়েছে। বিয়ের নিয়ম মানা ও না মানার মাঝে দাঁড়িয়ে যারা বিয়ে করেন তাঁরা হলেন অনির্বাণ-মধুরিমা। নাটকের সূত্রেই আলাপ এই জুটির। বিয়ের দিন লাল শাড়িতে সাজেন মধুরিমা, অন্যদিকে অনির্বাণ সাজেন পাঞ্জাবীতে। এছাড়া রিসেপসনের দিন মধুরিমা সাজেন স্লেট রঙের শাড়িতে, অনির্বাণ পাঞ্জাবীতে।

গৌরব-দেবলীনা

বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়িকা দেবলীনা কুমার ও অন্যদিকে বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় দুজনে সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। শুধু মাত্র বৈদিক মতে বিয়ে করেন গৌরব-দেবলীনা। দেবলীনার পরনে ছিল লাল বেনারসি।
এদিকে গৌরবের পরনে ছিল পাঞ্জাবী।

বৈদিক, ইসলাম ও খ্রিষ্টান এই ৩ রকমের মতে বিয়ে করেন এই দম্পতি। বেশ এলাহি আয়োজনে বৌভাত পর্ব সেলিব্রেট করেন গৌরব ও দেবলীনা।

ADVERTISEMENT

Related Articles