Urfi Javed: পোশাকের জন্য চা খেতে গিয়ে অবস্থা খারাপ উরফির, দেখে হেসে গড়াগড়ি নেটিজেনরা

ফের একবার অদ্ভুত পোশাক পরে বিপাকে উরফি (Urfi Javed)! মুহূর্তে ভাইরাল (Viral) ভিডিও (Video)। তাকে নিয়ে যত বলা হবে ততই যেন কম হবে। প্রায়শইই কোনো না কোনো কারণে তিনি উঠে আসেন সংবাদের শিরোনামে। বলা চলে নিজেকে কিভাবে লাইম লাইটে রাখতে হয় তা বেশ ভালোই জানেন উরফি। আর এবারেও একবার ভাইরাল হলেন তিনি। উরফি মানেই বরাবরই নিত্য নতুন ফ্যাশানের হাতছানি।
View this post on Instagram
পোশাক নিয়ে তার নানান কাটাছেঁড়া তাকে যেন এক অন্য মাত্রায় নিয়ে গেছে। পাথর হোক বা টয়লেট পেপার সব দিয়েই তিনি নিমেষে পোশাক বানিয়ে নিতে পারেন। আর সেই কারণে তিনি এখন সকলের ফ্যাশান সেনসেশন। ছোট থেকেই বেশ কষ্ট করে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন। তার এত নাম, যশ, খ্যাতি এসব কিছুই তার নিজের তৈরি করা। মাত্র ১৭ বছর বয়সেই তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন।
আর কেন বেরিয়ে গিয়েছিলেন সেকথা এক সাক্ষাৎকারে নিজের মুখেই জানিয়েছিলেন উরফি (Urfi Javed)। ‘বিগ বস’-এর (Big Boss) ঘর থেকেই তাঁর পরিচিতি পাওয়ার শুরু। এছাড়াও তিনি একজন টেলিভিশন (Television) অভিনেত্রী বটে। এমনকি মিউজিক ভিডিওতেও তাকে মুখ দেখাতে দেখা গিয়েছে। যদিও বর্তমানে নিজের পোশাক নিয়েই বারংবার চর্চায় উঠে আসেন উরফি। এমনকি তার এই পোশাক নিয়ে চলে কটাক্ষের বন্যা।
View this post on Instagram
তবে, তাতে কুচপরোয়া নেই উরফির (Urfi Javed)। বরং নিজের মতো করে তিনি বাঁচেন। সম্প্রতি আবারও একবার অদ্ভুত পোশাকে ধরা দিয়েছিলেন উরফি। আর যার কারণে সমস্যায়ও পড়লেন তিনি নিজেই। আর সেই ভিডিওই এখন ভাইরাল নেটমাধ্যমে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, তার পরণে রয়েছে লোহার নেট। আর তার এই পোশাকের কারণে তিনি চা খেতে পারছেন না। গাড়িতে বসে আছেন উরফি। তার হাতে রয়েছে এক কাপ চা। কিন্তু এমনই পোশাক তিনি পড়েছেন যে কোনোভাবেই চা আর মুখে তুলতে পারছেন না। লোহার নেটে বারবার বাঁধা পাচ্ছেন।
View this post on Instagram
আর এই ভিডিও উরফি (Urfi Javed) নিজে শেয়ার করেছেন ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে। সঙ্গে ক্যাপশনে লিখেছেন যে, ‛যখন চা খাওয়া খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে’। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Video) ভাইরাল হতেই একেবারে কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ তো রীতিমতো হেসে লুটোপুটি খাচ্ছেন। আবার কেউ উরফিকে পরামর্শ দিয়েছেন স্ট্র দিয়ে চা খাওয়ার। আবার কেউতো তাকে পাগলও বলেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল উরফির এই ভিডিও।