শরীরে নেই একটুকরো সুতো! হট লুকে পুরুষ ভক্তদের ঘাম ঝরালেন অভিনেত্রী এষা গুপ্তা, ভাইরাল ছবি

অভিনেত্রী এষা গুপ্তা (Esha Gupta) বলিউডের ফিট ও বোল্ড অভিনেত্রী। বারংবার তার সাহসী ফ্যাশনের কারণে শিরোনামে আসেন তিনি। যে কারণে অভিনয়ের থেকে তার ব্যক্তিগত জীবনে সাধারণ মানুষের আগ্রহ বেশি। সোশ্যাল মিডিয়াতে বিকিনি ও ছোট পোশাকের ফটো হামেশাই আপলোড করেন। তবে এবার কার্যত সেই পোশাক থেকেও নিজেকে বিরতি দিয়েছেন।
View this post on Instagram
সম্প্রতি নায়িকার ‘টপলেস’ (Topless) ফটো ভাইরাল হয়েছে। যেখানে সুঠাম ফিগারে বিনা পোশাকে ধরা দিয়েছেন এষা। দেখা গেল তিনি একটি ডেনিম পরেছেন। সাথেই শরীরের উপরিভাগে কোনো পোশাক নেই। তবে ক্যামেরার দিকে নয় বরং উল্টো দিকে মুখ করেই দাঁড়িয়েছিলেন নায়িকা। খোলা চুলে ব্যালকনিতে দাঁড়িয়ে মনোরম প্রকৃতি উপভোগ করছিলেন।
View this post on Instagram
ফটোতে শুধু এষার শরীরের পিছনের অংশই বর্তমান। তবে যেভাবে সাহসীকতার সাথে উষ্ণতা ছড়িয়েছেন তিনি তা প্রশংসার জায়গা রাখেন। আনমনা হয়ে চুল নিয়েই তাঁকে খেলতে দেখা গেছে। ক্যাপশনে এষা লিখেছেন- “ভালোবাসুন আজ, ভালোবাসুন কাল”। প্রায় সাড়ে আট লক্ষের কাছাকাছি লাইক এসেছে ফটো গুলিতে। সাথেই এক সে এক সুন্দর সুন্দর কমেন্ট। ভাইরাল এই ফটোয় সবাই এষার ফিগারের প্রশংসায় ডুবেছেন।
View this post on Instagram
২০২২ সালে শেষবার তাঁকে ‘আশ্রম ৩’ সিরিজে দেখা গিয়েছিল। যার জনপ্রিয়তা এখনও তুঙ্গে ও পরবর্তী সিজনের জন্য কার্যত অপেক্ষায় আছেন ভক্তরা। সাথেই এই সিরিজে এষার চরিত্র আলাদাভাবে সমালোচকদের নজর কেড়েছে। সাথেই ‘টিপসি’ (Tipsy) ও দেশি ম্যাজিক (Desi Magic) নামের দুটি সিনেমায় দেখা যাবে তাঁকে। সবথেকে বড়ো খবর ‘Hera Pheri 3‘ সিনেমায় অভিনয় করবেন এষা গুপ্তা।