
একটা-দুটো নয় একেবারে সাতজনকে নিয়ে একই বিছানায় এনা সাহা (Ena Saha)! মুহূর্তে ভাইরাল ভিডিও। কিন্তু এই সাতজন কারা তাই ভাবছেন নিশ্চই? বিষয়টা ঠিক বোধগম্ম হলনা নিশ্চই। আরে মশাই ধৈর্য্য ধরুন খোলসা হবে পুরোটাই। বাংলা চলচ্চিত্র জগতের একজন সুপরিচিত অভিনেত্রী হলেন এনা সাহা। পাশাপাশি তিনি একজন প্রযোজকও (Producer) বটে। বলা চলে সিনে ইন্ডাস্ট্রির সবচেয়ে কনিষ্ঠতম প্রযোজক এনা।
- বর্তমানে তার প্রযোজনায় মুক্তির অপেক্ষায় রয়েছে ‛মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ (Mastermosai Apni Kichu Dekhenni) সিনেমা। যেখানে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহানকে (Nusrat Jahan) অভিনয় করতে দেখা যাবে। এছাড়াও এনার প্রযোজনায় ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‛এসওএস কলকাতা’ (Sos Kolkata), ‛চিনেবাদাম’ (Chinebadam) সিনেমাদুটি। অভিনয় ও প্রযোজনার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ এনা। তবে, বহুবার তার শারীরিক গঠনের কারণে বডিশেমিং-এর শিকার হয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
যদিও তাতে কুচপরোয়া নেই এনার। বরং এই ফিগারেই তিনি নিত্যনতুন ফটোশ্যুটে নজর কাড়েন সকলের। তবে, এবার সাত বাচ্চাকে নিয়ে একই বিছানায় দেখা গেল অভিনেত্রীকে। এনার তো বিয়েই হয়নি তাহলে বাচ্চা এলো কোথা থেকে তাই ভাবছেন নিশ্চই? এক্ষেত্রে আপনাদের বলে রাখি যে, তারা কেউ মানবশিশু নয়। তারা হলেন সারমেয়দের শাবক। তাও আবার ভিন্ন ভিন্ন প্রজাতির। আর তাদের নিয়েও মেতে আছেন অভিনেত্রী।
Ena Saha Introduced Her Pets:
View this post on Instagram
শুধু কি তাই? প্রত্যেকটি বাচ্চার নাম ধরে তাদের চিনিয়েও দিচ্ছেন। এমনকি আগামীতে তিনি আরও দুজন বাচ্চাকে আনবেন বলে জানিয়েছেন। ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে ক্যাপশনে লিখেছেন যে, ‛আমার ছেলেদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। এদের জন্যই আমার জীবনে রয়েছে ভালোবাসা, শান্তি, সত্য, স্বপ্ন, ভাগ্য, বিশ্বাস ও আশা। সকলে তাদেরকে অভিবাদন জানান’।
View this post on Instagram
ভিডিও (Video) শেয়ার করতেই অনুরাগীরা সকলেই এনার ভুরি ভুরি প্রশংসা করেছেন। এমনকি পোষ্য প্রিয় মানুষেরা তো ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রীকে। সম্প্রতি সাত সন্তানকে নিয়ে এনার এই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে।