×
Entertainment

শুধু ফেনায় ঢাকা সারা শরীর, বোল্ড লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী এনা সাহা

কীভাবে সোশ্যাল মিডিয়ায় নিজের ফলোয়ারদের খুশি রাখতে হয় তা বোধ হয় এই বাঙালি অভিনেত্রীর থেকে ভালো আর কেউ জানেন না। কথা হচ্ছে বর্তমান সময়ের অভিনেত্রী এনা সাহাকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি পোস্ট করে আলোড়ন ফেলতে নায়িকার জুড়ি মেলা ভার।

সম্প্রতি এনা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাথটাবে থাকা অবস্থায় ছবি। সেখানে তিনি ক্যাপশন দিয়েছেন ‘রিডিস্কভারিং’। অবশ্য কী ডিস্কভার করার কথা এখানে নায়িকা লিখছেন তা অবশ্য বলেননি। তবে হতে পারে নিজেকেই খুঁজছেন অভিনেত্রী।

ছবিটি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন এনা। মাত্র ২ ঘন্টায় লাইক-কমেন্টের বন্যা ছবিতে। ইতিমধ্যেই সেটি পছন্দ করেছেন প্রায় ১১ হাজার মানুষ। কমেন্ট এসেছে ১০০-এর কাছাকাছি। তাঁর ফ্যানেরা কেউ লিখেছেন ‘স্পিচলেস’, আবার কেউ বলেছেন ‘লুকিং গর্জাস’। সঙ্গে লাভ রিয়াক্ট তো রয়েছেই।

প্রসঙ্গত, এনা সাহা কিন্তু বর্তমানে বাংলা সিনেমায় বেশ পরিচিত নাম। একই সঙ্গে মালায়লাম ভাষাতেও বেশ কিছু কাজ করেছেন তিনি। ‘ব্যোমকেশ ফিরে এল’, ‘বোঝে না সে বোঝে না’, ‘চিরদিনই তুমি যে আমার ২’ সহ বেশ কিছু বাংলা সিনেমাতেও এনার সাবলীল অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। সম্প্রতি তার এই ছবিটিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়