×
Entertainment

বিদ্যা বালানকে চুমু খেয়ে চিন্তায় রাতে ঘুমোতে পারেননি ইমরান, কারণ জানলে আপনিও চমকে যাবেন

Vidya Balan-Emraan Hashmi ২০১১ সালে মুক্তি পায় ‘ডার্টি পিকচার’। যে ছবিতে বিদ্যা বালান (Vidya Balan) তার লাস্যময়ী অভিনয়ে সবাইকে কাবু করেছিলেন। সাথেই তার সাথে অনেক অভিনেতা ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন। তবে অভিনেতা ইমরান হাসমি (Emraan Hashmi) ও ছিলেন সেই সিনেমায়। তবে এই সিনেমায় বিদ্যার সাথে তার চুম্বনের জাদু দেখা যায়নি। বরং ‘Ishq Sufiyana’ গানে তাদের দুজনকে দেখা গিয়েছিলো। পরবর্তী সময়ে ২০১৩ সালে ‘ঘনচক্কর’ (Ghanchakkar) সিনেমায় অভিনয় করেছিলেন বিদ্যা-ইমরান।

বিদ্যা বালানকে চুমু খেয়ে চিন্তায় রাতে ঘুমোতে পারেননি ইমরান, কারণ জানলে আপনিও চমকে যাবেন -

সেই সিনেমায় তবে গভীর লিপ কিস সিন ছিল তাদের। এই সিন শুট করার পর থেকেই ইমরান প্রায় প্রতিদিন আতঙ্কে ভুগতে থাকেন। কি আতঙ্ক জানেন? ঘনচক্কর সিনেমার প্রযোজক ছিলেন বিদ্যার স্বামী সিদ্ধার্থ রায় কাপুর। যে কারণে ইমরান ভেবেছিলেন তার স্ত্রীকে চুমু খাওয়ার জন্য তার পারিশ্রমিক কেটে নেবেন সিদ্ধার্থ। যদিও এমন কোনো কিছুই হয়নি।

 

View this post on Instagram

 

A post shared by Vidya Balan (@balanvidya)

তবে হাসতে হাসতে এই মজার গল্পটি শেয়ার করেছেন বিদ্যা নিজেই এক সাক্ষাৎকারে। কাজের কথা বলতে গেলে মার্চ মাসে Amazon Prime ভিডিওর মাধ্যমে বিদ্যার শেষ সিনেমা ‘Jalsha’ মুক্তি পেয়েছিলো। অন্যদিকে ইমরান হাসমি পরবর্তীতে ‘Tiger 3’ সিনেমায় দেখা যাবে অভিনয় করতে। তাছাড়াও অক্ষয় কুমারের সাথে ‘Selfie’ সিনেমায় অভিনয় করবেন তিনি।