×
EntertainmentViral Video

‘টুম্পা সোনা’ গানে তুমুল নাচলেন ‘এখানে আকাশ নীল’- এর হীয়া, ভাইরাল ভিডিও

পুজোর প্যান্ডেল হোক বা বিয়েবাড়ি কিংবা পাড়ার ক্লাব সবজায়গায় এখন টুম্পার রাজ। এইবছর সেরা এবং সবথেকে জনপ্রিয় গান হিসেবে নিজের জায়গা করে নিয়েছে ‘টুম্পা সোনা’। আট থেকে আশি এখন সবার মুখেই গুনগুন করছে এই একটি গান। বাচ্চারা বায়না করলে ভুলোনো হচ্ছে এই গান শুনিয়ে। সবারই চায় ‘টুম্পা সোনা’কে।

অন্নাপ্রশনের অনুষ্ঠানই হোক আর রিসেপশন পার্টি শেষ থেকে শুরু জুড়ে রয়েছে টুম্পা সোনা। পার্টি জুড়ে তো বাজছেই এবং নাচের জন্য শ্রেষ্ঠ গান হিসেবেও বেছে নেওয়া হচ্ছে ‘টুম্পা সোনা’কে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও কোমর দোলাচ্ছেন এই গানের তালে।

ADVERTISEMENT

কয়েকদিন আগেও খড়কুটো সিরিয়ালের নায়িকা গুনগুন অর্থাৎ বাস্তবের তৃণা সাহা কোমর দুলিয়েছিলেন এই গানে। তাঁর সেই নাচের ভিডিও নেটদুনিয়ায় ঝড় তুলে দিয়েছিল। এরপর আবারও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন দুই অভিনেত্রী। একই ফ্রেমে দুইজন হট অভিনেত্রী নাচছেন তাও আবার ‘টুম্পা সোনা’ গানে। ঝড় তো ওঠারই ছিল।

সম্প্রতি শেষ হয়েছে এখানে আকাশ নীল ধারাবাহিকটি। এই ধারাবাহিকের মিষ্টি নায়িকা হিয়াকে নিশ্চয় মনে আছে! হিয়া অর্থাৎ অভিনেত্রী অনামিকা চক্রবর্তী এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য ‘টুম্পা সোনা’ গানে নেচে এইবার সোশ্যাল মিডিয়া কাঁপালেল। ডেনিম জিন্স ও কালো ফুল স্লিভ টপে শীতের মধ্যে উষ্ণতা ছড়ালেন তাঁরা।

এদিন অভিনেত্রী অনামিক ভিডিও শেয়ার করে লেখেন, ‘কারণ টুম্পা এখন ট্রেন্ডিং-এ’। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই পোস্ট করেছেন নায়িকা ভিডিওটি। ‘টুম্পা সোনা’ গানটির মতো এই গানে তাঁদের নাচও খুব পছন্দ হয় সবার। ইতিমধ্যে তাঁদের এই নাচ সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে। ‘টুম্পা সোনা’ গানটিও ইউটিউবে এখন ৪৭ মিলিয়ন ভিউ পার করেছে। সবে মিলিয়ে ‘টুম্পা সোনা’ হিট।

ADVERTISEMENT

Related Articles