Mayna Banerjee: শাড়ি ছেড়ে হট ওয়েস্টার্ন ড্রেসে উর্মির রাগী আন্টি, ছবি দেখে হাঁ নেটিজেনরা
সুইমশ্যুটে জলকেলিতে মত্ত সাত্যকির মা ওরফে উর্মির রাগী আন্টি, নায়িকার ছবি দেখে ঘুম উড়েছে নেটিজেনদের

সুইমশ্যুটে জলকেলিতে মত্ত সাত্যকির মা ওরফে উর্মির রাগী আন্টি। ছবি দেখে ঘুম উড়েছে নেটিজেনদের। এই মুহূর্তে জি বাংলার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‛এই পথ যদি না শেষ হয়’। ধারাবাহিকে উর্মি ও সাত্যকির পাশাপাশি পার্শ্ব চরিত্র গুলিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। আর তাদের মধ্যেই সাত্যকির মায়ের চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন উর্মির রাগী আন্টি। যার আসল নাম ময়না ব্যানার্জি (Mayna Banerjee)।
View this post on Instagram
তবে, শুধু এই ধারাবাহিকই নয় এর আগেও ‛কাজললতা’, ‛সাত ভাই চম্পা’ ধারাবাহিকে অভিনয় করে নজর কেড়েছেন সকলের। এককথায় বলতে গেলে জি বাংলা থেকে কালারর্স বাংলা সব জায়গাতেই তার অবাধ বিচরণ। খুব কম বয়সেই ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন। পজেটিভ চরিত্রে অভিনয় করা অভিনেত্রীকে ‛এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালে বেশ সাদামাটা লুকেই দেখা যায়।
View this post on Instagram
তবে, সম্প্রতি তার লুক দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ওয়েস্টার্ন পোশাকে তার লুক দেখে ফিদা সাইবারবাসী। সম্প্রতি অভিনেত্রীর বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে নেট মাধমে। যেখানে কখনও তাকে সুইমিং পুলে পা ডুবিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। তার পরনে রয়েছে ওয়েস্টার্ন পোশাক ও চোখে সানগ্লাস। তবে শুধু এটাই নয় অভিনেত্রীর আরও একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে তাকে শর্ট ফ্রকে গঙ্গার মুক্ত হাওয়া খেতে দেখা যাচ্ছে। সম্প্রতি অভিনেত্রীর এই ওয়েস্টার্ন লুকের ছবি ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে।