‘গোবর দিইনি তোর চোদ্দগুষ্ঠীর ভাগ্য ভালো’, বনির নামে বাজে কথা বলায় অয়নার গালে মাটি লেপে দিল দ্যুতি, খুশি ভক্তরা

‛আজ গায়ে হলুদ হবে না সোনা গায়ে মাটি হবে’! বনিকে অপমানের যোগ্য জবাব দিল দ্যুতি। এই মুহূর্তে ‛গাঁটছড়া’ (Gantchhora) তে চলছে টানটান পর্ব। বিনা দোষে পুলিশের হেফাজতে খড়ি। সে নাকি টাকার বিনিময়ে সিংহ রায়দের গোপন তথ্য দত্তদের হাতে তুলে দিয়েছে। এমনকি চুক্তি করে নাকি ঋদ্ধিদের ঠকিয়েছে। আর সেই কারণেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও সকলেই অনুমান করতে পারছে এসব পুরোটাই মিথ্যে।
View this post on Instagram
রাহুল-কিয়ারা-অয়না আর ওদিকে তার বাবা মিলেই এই গোটা খেলাটা সাজিয়েছে। কিন্তু তা প্রমাণ করবে কিভাবে? সব প্রমাণই যে এখন খড়ির বিপক্ষে। আর এরই মধ্যেই কুনাল ও অয়নার বিয়ের তোড়জোড় শুরু হয় বাড়িতে। যদিও সকলেরই মুখভার। আর তারই মাঝেই ঘটে এক কান্ড। গায়ে হলুদের ঠিক আগেই অয়না বনির নামে যাতা বলতে শুরু করে।
View this post on Instagram
এমনকি বনির প্রসঙ্গ তুলে কুণালকে অপমান করতেও ছাড়ে না। আর সেই শুনেই রেগে আগুন দ্যুতি। বোনের অপমান কিছুতেই সে মুখ বুজে সহ্য করবে না। আর তাইতো হলুদের বদলে মাটি লেপে দেয় অয়নার গালে। দ্যুতির এই কান্ড দেখে অবাক সকলেই। এমনকি অয়নাও ক্ষেপে বোমা। কিন্তু এই কান্ড করে দ্যুতির এত টুকুও আফসোস হয়নি। বরং সে উল্টে বলে এরপর গোবর লেপে দেবে। যাতে আগামী দিনে অয়নার মুখের ভাষা শুদ্ধ হয়।
তবে, আগামী পর্বগুলিতে কোন দিকে মোড় নেবে ‛গাঁটছড়া’ র গল্প তারই অপেক্ষায় ভক্তরা। অবশেষে কি রাহুল-কিয়ারার পর্দাফাঁস হবে? ওদিকে বনি আর কুণালের সম্পর্ক জুড়বে নাকি বিচ্ছেদ হবে তাদের সেটাই এখন দেখার।